পুস্তক পরিচয়৩

শিল্পীর চলার পথ

হিরণ মিত্রের আদি বাড়িটি ছিল একটি প্রাত্যহিক বাজারের ওপর, খড়্গপুরে। চারদিকের কোলাহল, লোকজন, খদ্দের, বিক্রেতার সঙ্গে বেড়ে ওঠা। পরে সে শহর ছেড়ে এলেও সেখানেই কিন্তু জন্ম নিয়েছিল তাঁর ভিতরকার চিত্রকর মানুষটি।

Advertisement
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ০০:০০
Share:

হিরণ মিত্রের আদি বাড়িটি ছিল একটি প্রাত্যহিক বাজারের ওপর, খড়্গপুরে। চারদিকের কোলাহল, লোকজন, খদ্দের, বিক্রেতার সঙ্গে বেড়ে ওঠা। পরে সে শহর ছেড়ে এলেও সেখানেই কিন্তু জন্ম নিয়েছিল তাঁর ভিতরকার চিত্রকর মানুষটি। যখন সকালে বাজার সরগরম হয়ে উঠত, তখনই তার চলমানতা শব্দ ও দৃশ্যে মাতিয়ে তুলত তাঁকে, সেই কৈশোরে দেখতে-দেখতেই নানা ঢঙে আঁকা শুরু হিরণের। সিনে ক্লাব অব ক্যালকাটা থেকে বেরিয়েছে তাঁর নতুন বই ফিল্ম গ্রাফিক্স (৫৫০.০০)। প্রথম অধ্যায়টি ‘গোড়ার কথা/ চলচ্চিত্রে আঁক বা ফিল্ম গ্রাফিক্স’। তাতে এক দিকে যেমন নৈর্ব্যক্তিক ভাবে ‘গ্রাফিক্স’ শব্দটি নিয়ে লেখেন ‘উনিশশো বাইশ সালে, উইলিয়াম অ্যাডিশন প্রথম গ্রাফিক ডিজাইনার শব্দটি ব্যবহার করেন। যদিও দ্বিতীয় মহাযুদ্ধের পরের দিকেই এই নামকরণের ব্যবহার বহুলভাবে হতে থাকে।’ আবার ব্যক্তিগতের কথাও লেখেন ‘আমি কেন ও কী ভাবে এই মাধ্যমটির প্রতি আকর্ষণ অনুভব করলাম, শুধুমাত্র জীবনধারণের প্রয়োজনেই নয়। এই মাধ্যমটির সীমাহীন সৌন্দর্য, প্রত্যক্ষ জনসংযোগ, আদান-প্রদান, কথোপকথন আমাকে সতত সচল রাখে।’ শুরুতেই সঞ্জয় মুখোপাধ্যায় ‘হিরণরেখা’-য় লিখেছেন, ‘দৃশ্যের চলমানতা... তাঁকে বিজ্ঞাপনের জগৎ ও নামলিপি থেকে, স্থাপত্যের ডিজাইনে নিয়ে গেছে...।’ চমৎকার ছাপা, প্রচুর ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement