কোয়েস্ট ফর রেস্টোরিং ফাইনানশিয়াল স্টেবিলিটি ইন ইন্ডিয়া
বিরল আচার্য
৬৯৫.০০
সেজ
কী ভাবে রিজ়ার্ভ ব্যাঙ্কের স্বশাসনের অধিকার ক্ষুণ্ণ করছে কেন্দ্রীয় সরকার, বছর দুয়েক আগে প্রকাশ্যেই তা বলেছিলেন বিরল আচার্য। এবং, পদত্যাগ করেছিলেন রিজ়ার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর পদ থেকে। তাঁর বই বিষয়ে আগ্রহের একটা কারণ এটাও ছিল যে, হয়তো আর্থিক নীতির ব্যাকস্টেজে চলতে থাকা টক-ঝাল কিছু না-জানা খবর প্রকাশ্যে আনা।
বিরল সে পথে হাঁটেননি। দু’-একটা জায়গায় প্রচ্ছন্ন ভাবে কিছু কথা বেরিয়ে এসেছে মাত্র। এই বইয়ের গুরুত্ব একটা জরুরি সমালোচনাকে জোরদার ভাবে পেশ করায়— কেন্দ্রীয় সরকার দখল করে নিতে চাইছে ব্যাঙ্কের স্বশাসনের জমি। রিজ়ার্ভ ব্যাঙ্কের উদ্বৃত্ত থেকে টাকা তুলে নেওয়াই হোক, বার বার শিথিল আর্থিক নীতির দিকে ব্যাঙ্ককে ঠেলতে থাকাই হোক বা দেউলিয়া বিধির নিয়মকে লঘু করে দেওয়া, সরকার আসলে মনিটারি পলিসি বা মুদ্রা নীতির পরিসরে ঢুকে পড়ছে। সেটা কেন ভয়ঙ্কর, বিরল আলোচনা করেছেন। বইটি তাঁর ১৬টি বক্তৃতার সঙ্কলন।