ডিজিটাল মুদ্রা ব্যবহার নিয়ে কড়াকড়ি ইউরোপের ব্যাঙ্কে

বিটকয়েনের মতো ইন্টারনেটে ব্যবহারযোগ্য ডিজিটাল মুদ্রা বা কারেন্সি-তে যে-কোনও ধরনের লেনদেন বন্ধ রাখতে ইউরোপের ব্যাঙ্কগুলির কাছে সুপারিশ পাঠাল সেখানকার নিয়ন্ত্রক সংস্থা। যতদিন না এ নিয়ে কোনও নির্দিষ্ট আইন তৈরি হচ্ছে, ততদিন এই ধরনের মুদ্রায় কেনা-বেচা এবং তার সঞ্চয় এড়িয়ে চলতে বলেছে ইউরোপিয়ান ব্যাঙ্কিং অথরিটি (ইবিএ)।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৪ ০১:৪৯
Share:

বিটকয়েনের মতো ইন্টারনেটে ব্যবহারযোগ্য ডিজিটাল মুদ্রা বা কারেন্সি-তে যে-কোনও ধরনের লেনদেন বন্ধ রাখতে ইউরোপের ব্যাঙ্কগুলির কাছে সুপারিশ পাঠাল সেখানকার নিয়ন্ত্রক সংস্থা। যতদিন না এ নিয়ে কোনও নির্দিষ্ট আইন তৈরি হচ্ছে, ততদিন এই ধরনের মুদ্রায় কেনা-বেচা এবং তার সঞ্চয় এড়িয়ে চলতে বলেছে ইউরোপিয়ান ব্যাঙ্কিং অথরিটি (ইবিএ)।

Advertisement

ডিজিটাল মুদ্রা লেনদেনে বেশ কিছু বেআইনি কার্যকলাপ হতে পারে বলে সতর্ক করেছে তারা। ইতিমধ্যেই ৭০টির বেশি জালিয়াতিকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে ইবিএ। যার মধ্যে রয়েছে বেআইনি লেনদেন এবং অপরাধমূলক কার্যকলাপে এর ব্যবহারও। বিষয়টি নিয়ে আরও বিশদে আলোচনা করা প্রয়োজন বলে মনে করছে তারা। এই পরিপ্রেক্ষিতে তাদের সুপারিশ মেনে নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ২৮টি রাষ্ট্রই।

এ দিকে, শুধুমাত্র নিয়ন্ত্রক সংস্থাই নয়, বরং এখন বিটকয়েনের মতো মুদ্রা ব্যবহারকারীরাও চাইছেন এ নিয়ে নির্দিষ্ট নিয়মাবলি তৈরি হোক। ইউরোপ এবং ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাগুলি নির্দিষ্ট আইন আনুক, চাইছেন তাঁরা। এর ফলে মুদ্রার দামে আরও স্বচ্ছতা আসবে, বেআইনি কার্যকলাপে এর ব্যবহার কমবে এবং এই মুদ্রার প্রসারও বাড়বে, মনে করছে সংশ্লিষ্ট মহল।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারিতেই টোকিওতে বন্ধ হয়ে যায় ইন্টারনেটে ব্যবহার করার জন্য তৈরি হওয়া বিকল্প মুদ্রা ব্যবস্থা বিটকয়েন-এর অন্যতম বড় এক্সচেঞ্জ ‘এমটি গক্স’। সেখান থেকে প্রায় ৭.৪৪ লক্ষ বিটকয়েন (বাজার দর প্রায় ৪০.৯২ কোটি ডলার) চুরি হওয়াকেই যার কারণ হিসেবে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement