প্রতীকী ছবি।
মানুষের কাজ করবে মেশিন। তাই সংস্থা থেকে ছাঁটাই করা হল কর্মী। ফলে কাজ হারালেন ফু়ড ডেলিভারি অ্যাপ জোম্যাটোর ৫৪১ জন। শনিবার একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে ওই সংস্থা।
এ দিন জোম্যাটোর তরফে জানানো হয়েছে, কর্মী ছাঁটাইয়ের পিছনে রয়েছে সংস্থার উন্নত অটোমেশন সিস্টেম। এত দিন অর্ডার সংক্রান্ত গ্রাহকদের জিজ্ঞাসা মেটাতে যে সমস্ত কর্মীরা কাজ করতেন, এ বার তাঁদের পরিবর্তে ওই কাজ করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য কাজ করা বট। এর ফলে অর্ডার সংক্রান্ত জিজ্ঞাসা মেটানোর দায়িত্বে থাকা কর্মীদের সংখ্যা হ্রাস করা হয়েছে।
কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তটি খুবই দুঃখজনক বলে জানিয়েছেন ওই ফুড ডেলিভারি সংস্থা কর্তৃপক্ষ। তবে কাজ হারানো ওই কর্মীদের নানা ভাবেই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত পারিবারিক স্বাস্থ্য বিমার ব্যবস্থাও।
আরও পড়ুন: বৃদ্ধি কমলেও চিন্তা নেই: নির্মলা
আরও পড়ুন: কবে মুক্তি কাশ্মীরে আটক মেহবুবাদের? জানাতে পারলেন না ডোভাল