National News

ন্যূনতম ব্যালান্স নিয়ে আরবিআইয়ের নতুন নির্দেশিকা

সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখার জন্য এত দিন বাধ্য হতেন গ্রাহকরা। সেই ব্যালান্স রাখার ঊর্ধ্বসীমাও এক এক ব্যাঙ্ক এক এক রকম ভাবে ধার্য করত। তার ফলে, খুবই অসুবিধায় পড়তে হত গ্রাহকদের। তার নীচে নেমে গেলেই বলা হত ‘জিরো ব্যালান্স অ্যাকাউন্ট’ বা ‘নো-ফ্রিল্‌স অ্যাকাউন্ট’। সোমবার রিজার্ভ ব্যাঙ্ক সেই নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নেয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুন ২০১৯ ১৭:১১
Share:

ফাইল ছবি।

এত দিন চেক বুক দেওয়ার আগে ব্যাঙ্ক দেখে নিত, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম টাকা জমা রয়েছে কি না। তা না থাকলে চেক বুক দেওয়া হত না। এ বার আমার, আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না থাকলেও চেক বুক দেবে ব্যাঙ্ক। তার জন্য আমাকে, আপনাকে আর দেখাতে হবে না, অ্যাকাউন্টে ব্যালান্সের পরিমাণ কত? ব্যাঙ্ক আর আমার, আপনার কাছে তা জানতে চাইবে না। অবিলম্বে এই নিয়ম চালুর জন্য বিভিন্ন রাজ্যে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির সদর দফতরগুলিকে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক

Advertisement

সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখার জন্য এত দিন বাধ্য হতেন গ্রাহকরা। সেই ব্যালান্স রাখার ঊর্ধ্বসীমাও এক এক ব্যাঙ্ক এক এক রকম ভাবে ধার্য করত। তার ফলে, খুবই অসুবিধায় পড়তে হত গ্রাহকদের। তার নীচে নেমে গেলেই বলা হত ‘জিরো ব্যালান্স অ্যাকাউন্ট’ বা ‘নো-ফ্রিল্‌স অ্যাকাউন্ট’। সোমবার রিজার্ভ ব্যাঙ্ক সেই নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নেয়।

শুধু তাই নয়, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির শাখা বা এটিএমে মাসে মাসে টাকা জমা দেওয়ারও কোনও ঊর্ধ্বসীমা আর রাখতে চায় না রিজার্ভ ব্যাঙ্ক। সবক’টি ব্যাঙ্ককে সেই নিয়ম কার্যকর করতে বলা হয়েছে।

Advertisement

আরও পড়ুন- ডিজিটাল লেনদেনে উৎসাহ, খরচ তুলে চোখ নেট লেনদেনে​

আরও পড়ুন- ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক, কমতে পারে গৃহঋণ-সহ অন্যান্য সুদের হার​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement