Carlos Ghosn

বাক্সে ঢুকবেন না, সতর্কবার্তা জাপানে

কেউ হার্প কেসের মধ্যে কুণ্ডলী পাকিয়ে শুয়ে ছবি তুলে পোস্ট করেছেন টুইটারে। আর এক জন ঢুকেছেন ডাবল বাস গিগ ব্যাগে। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০৩:০৩
Share:

নিসান মোটরসের প্রাক্তন কর্তা কার্লস ঘন্‌।

বাদ্যযন্ত্রের বাক্সে ঢুকে শুরু হয়েছে ঘন্‌-ঘন্‌ খেলা।

Advertisement

বিচলিত বাদ্যযন্ত্র সংস্থা বলছে, সাবধান!

জাপান থেকে লেবাননে পাড়ি দিয়েছেন জামিনে থাকা নিসান মোটরসের প্রাক্তন কর্তা কার্লস ঘন্‌। যিনি আর্থিক অনিয়মে অভিযুক্ত। লেবাননে পৌঁছে জাপান সরকারকে দুষে সাংবাদিক বৈঠক করলেও, কী ভাবে নিরাপত্তা কী ভাবে ডিঙিয়েছেন তা নিয়ে চুপ ছিলেন তিনি। তাতে জল্পনা তো কমেনি, বরং বেড়েছে। সংবাদমাধ্যমে দাবি, জাপানের ওসাকায় বাদ্যযন্ত্রের বাক্সে ঢুকে ব্যক্তিগত বিমানে চাপেন তিনি। তাতে নাকি নিঃশ্বাসের সুবিধার জন্য ছিদ্র করা হয়েছিল। পরে সেটি কেবিনে মেলে।

Advertisement

তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মস্করা। কেউ হার্প কেসের মধ্যে কুণ্ডলী পাকিয়ে শুয়ে ছবি তুলে পোস্ট করেছেন টুইটারে। আর এক জন ঢুকেছেন ডাবল বাস গিগ ব্যাগে।

এ নিয়েই নেটিজেনদের সতর্ক করেছে জাপানের সংস্থা ইয়ামাহা। টুইটে লিখেছে, ‘‘বহু লোককে বাজনার বাক্সে ঢুকতে দেখা যাচ্ছে। দুর্ঘটনার হাত থেকে বাঁচতে তা করবেন না। বাজনার বাক্স বাজনা রাখার জন্যই। ঠিক ভাবে ব্যবহার করুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement