Xiomi

এক চার্জেই শোনা যাবে ২০ ঘণ্টা পর্যন্ত গান, আসছে শাওমির নতুন ওয়্যারলেস হেডফোন

এই হেডফোনে থাকছে ৪০ মিমি ডাইনামিক ড্রাইভার। যদিও এর দাম কত হতে পারে সে বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৯ ১৫:৫২
Share:

শাওমির নতুন হেডফোন। ছবি: টুইটার

ট্র্যাডিশনাল হেডফোন এখন অতীত। জেন-ওয়াই মজে ওয়্যারলেস হেডফোনে। তার ছিঁড়ে যাওয়ার ঝক্কিও নেই, দেখতেও বেশ স্টাইলিশ। নিউ-জেনারেশনের চাহিদার কথা মাথায় রেখেই শাওমি আনছে তাদের নতুন ওয়্যারলেস হেডফোন ‘এমআই সুপারবেস’। চলতি মাসেরই ১৫ তারিখে ভারতের বাজারে মিলবে এই হেডফোন।

Advertisement

সম্প্রতি টুইটারে শাওমির তরফে জানানো হয়েছে, ১৫ জুলাই মধ্যরাত থেকে আমাজন এবং শাওমির নিজস্ব ওয়েবসাইটে এই হেডফোনটি পাওয়া যাবে।

এই হেডফোনে থাকছে ৪০ মিমি ডাইনামিক ড্রাইভার। সংস্থার দাবি, এই হেডফোন একবার চার্জ দিলেই শোনা যাবে ২০ ঘণ্টা পর্যন্ত গান। যদিও এর দাম কত হতে পারে সে বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা। তবে তা যে মধ্যবিত্তের নাগালেই থাকবে তার আভাস মিলেছে।

Advertisement

আরও পড়ুন: গ্রামে ধাক্কার ছবি কেন্দ্রের হিসেবেই

শুধু হেডফোনই নয়, একই সঙ্গে রিচার্জেবল এলইডি ল্যাম্পও নিয়ে আসছে শাওমি। আনছে টিডিএস ওয়াটার ফিল্টার ও।

কিছু দিন আগেই দাড়ি কামানোর ট্রিমার নিয়ে এসেছিল শাওমি। দাম রেখেছিল ১ হাজার ১৯৯ টাকা। নেটিজেনদের মনেও ধরেছিল এই ট্রিমারটি। এ বার বাজার মাতাতে আসছে শাওমির এই নতুন হেডফোন।

আরও পড়ুন: ভারতের বাজারে নামছে চিনা সংস্থার বাইক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement