Xiaomi

পঞ্চম বার্ষিকীতে শাওমি আনছে এমআই রিচার্জেবল এলইডি ল্যাম্প

সাদা রঙের ওই ল্যাম্পে থাকবে গোল বেস স্ট্যান্ড, লম্বা সরু পোল এবং উপরে বাল্বের জন্য সিলিন্ড্রিকাল ল্যাম্প।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৯ ১০:৩০
Share:

সাদা, ওয়ারম হোয়াইট এবং হলুদ এই তিন ধরনের ব্রাইটনেস লেভেল থাকছে এই ল্যাম্পে। ছবি- টুইটার থেকে সংগৃহীত।

ভারতে পাঁচ বছরের ব্যবসা। তারই উদ্‌যাপনে ‘শাওমি’ বেশ কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসছে। সেই প্রোডাক্টগুলির মধ্যে অন্যতম এমআই রিচার্জেবল এলইডি ল্যাম্প। শাওমির এই নয়া প্রোডাক্টটি কোম্পানির ক্রাউড ফান্ডিংয়ের সাইটে চলতি সপ্তাহ থেকেই পাওয়া যাবে। তবে তার দাম এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।

Advertisement

শাওমির তরফে জানানো হয়েছে, আগামী ১৮ জুলাই দুপুর ১২টা থেকে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে মি.কম-এ পাওয়া যাবে এমআই রিচার্জেবল ওই এলইডি ল্যাম্প। বৃহস্পতিবার শাওমি জানিয়েছে, ওই ল্যাম্পের দাম এবং বাকি ফিচারসগুলি পরে প্রকাশ করা হবে। সাদা রঙের ওই ল্যাম্পে থাকবে গোল বেস স্ট্যান্ড, লম্বা সরু পোল এবং উপরে বাল্বের জন্য সিলিন্ড্রিকাল ল্যাম্প।

কোম্পানির মতে, এই নতুন এলইডি ল্যাম্পে ব্যবহারকারীদের সুবিধার্থে সাদা, ওয়ারম হোয়াইট এবং হলুদ এই তিন ধরনের ব্রাইটনেস লেভেল রাখা হয়েছে। ওজনে হাল্কা এবং পোর্টেবল এই ল্যাম্প এক বার চার্জ দিলেই টানা পাঁচ দিন ধরে জ্বালানো যাবে।

Advertisement

আরও পড়ুন: এক চার্জে দুই সপ্তাহ পার, ভারতে এল হুয়াইয়ের স্মার্ট ওয়াচ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement