Coronavirus

করোনার থাবায় থমকাতে পারে অর্থনীতি

ভারতের ক্ষেত্রে অবশ্য কিছুটা আশার বার্তা শুনিয়েছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪৬
Share:

গত বছর সারা বিশ্বের অর্থনীতিকেই ধাক্কা দিয়েছে আমেরিকা ও চিনের শুল্ক-যুদ্ধ। যার প্রভাবে বিভিন্ন দেশে বৃদ্ধির হার কমেছে। এরই সঙ্গে ইউরোপে যোগ হয়েছিল ব্রেক্সিট ঘিরে অনিশ্চয়তা। এই দু’টি বিষয় এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণে। যখন ভাবা হচ্ছিল নতুন বছরে অর্থনীতির পালে হাওয়া লাগবে, ঠিক তখনই এসেছে নতুন ধাক্কা। চিনে করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে ২০২০ সালেও বিশ্ব অর্থনীতি প্রত্যাশিত গতিতে এগোতে পারবে না বলে পূর্বাভাস দিয়েছে ইকনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট। তারা জানিয়েছে, চলতি বছরে বিশ্ব অর্থনীতি ২.২% হারে বাড়তে পারে। এর আগে ২.৩% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল তারা।

Advertisement

ভারতের ক্ষেত্রে অবশ্য কিছুটা আশার বার্তা শুনিয়েছে তারা। তাদের গবেষণায় বলা হয়েছে, করোনাভাইরাসের আক্রমণের প্রভাব বিভিন্ন দেশের উপরে পড়লেও, ভারতে আশঙ্কা অপেক্ষাকৃত কম। এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের বৃদ্ধির হার সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা।

ভিন্ন মতও অবশ্য রয়েছে। গাড়ি এবং টেলিকম শিল্প সম্প্রতি জানিয়েছে, চিনের কলকারখানা বন্ধ থাকায় তাদের যন্ত্রাংশের জোগান ধাক্কা খেয়েছে। ফলে ২০১৯ সালের পরে এ বছরও সমস্যার মোকাবিলা করতে হতে পারে এই দুই শিল্পকে।

Advertisement

চিনের হুবেই প্রদেশে প্রথম বার করোনাভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। যার ফলে সেই দেশে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রভাব ছড়িয়েছে ২০টিরও বেশি দেশে। তা নিয়েই বাড়ছে উদ্বেগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement