প্রতীকী চিত্র
অতিমারি যে শ্রমিক-কর্মচারীদের বিপুল আয় কাড়বে, সে আশঙ্কা ছিল আগেই। এ বার রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের (আইএলও) রিপোর্টে উঠে এল তার আনুমানিক হিসেব। সেখানে জানানো হয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর, অর্থাৎ এ বছরের প্রথম তিনটি ত্রৈমাসিকে সারা বিশ্বে ওই শ্রেণির মানুষদের রোজগারহানির মোট অঙ্ক ৩.৫ লক্ষ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২৬০ লক্ষ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় রোজগার কমেছে ১০.৭%। নষ্ট হয়েছে বিপুল কাজের সময়। আশঙ্কা, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকেও তা ৮.৬% কমতে পারে। আইএলও-র রিপোর্টেও স্পষ্ট যে, অতিমারি সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে উন্নয়নশীল ও নিম্ন-মধ্য আয়ের দেশগুলির কাজের বাজারে। যেখানে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকের সংখ্যা বেশি। সরকারি ত্রাণও মিলেছে কম।