West Bengal Lockdown

এখনই খুলছে না চা বাগান 

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, চা বাগান খোলার বিষয়ে রাজ্য একটু অপেক্ষা করতে চায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ০৫:১৭
Share:

প্রতীকী ছবি।

চা বাগান এখনই খোলা হচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Advertisement

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, চা বাগান খোলার বিষয়ে রাজ্য একটু অপেক্ষা করতে চায়। তিনি বলেন, ‘‘কেন্দ্র চা বাগান খুলে দিতে বলেছে। কিন্তু বাগানের লোকেরা ভয় পাচ্ছেন। বিশেষত কালিম্পং ঘটনার পরে। ভূটান, নেপাল, বাংলাদেশ সীমান্ত রয়েছে। অসমের সীমানাও রয়েছে। আমরা একটু অপেক্ষা করব। বৃহত্তর স্বার্থে বাগান এখনই খুলব না আমরা।’’

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চা শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চের আহ্বায়ক জিয়াউল আলম বলেন, “আমাদের দাবি, চা শ্রমিকেরা যেন নিয়মিত মজুরি, স্বাস্থ্য পরিষেবা ও রেশন পান। বন্ধ বাগানের শ্রমিকেরাও যেন এই সুবিধা পান।” তবে প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের মতে, বাগান খোলা জরুরি। ছোট চা চাষিদের সর্বভারতীয় সংগঠনের সভাপতি বিজয়গোপাল চক্রবর্তীর কথায়, “লকডাউনের পরে বাগান খোলা যাবে কিনা সেই প্রশ্ন করছেন অনেকে। এখন না-খুললে চা গাছের অনেকটাই ছেঁটে ফেলতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement