West Bengal Transport Department

গাড়ি বাতিলের নতুন নির্দেশ

বাতিলের সায় পেতে নথিভুক্তির দিন থেকে ১৫ বছরের মধ্যে গাড়ির কর, ফি বা জরিমানা-সহ কোনও খাতে বকেয়া থাকা চলবে না। সরকার অনুমোদিত কেন্দ্রে ঠিক মতো বাতিল হলে পুরনোর পারমিট ব্যবহার নতুন গাড়ি চালানো যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৪ ০৪:৫৪
Share:

—প্রতীকী চিত্র।

কলকাতা ও হাওড়া সংলগ্ন এলাকায় ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহণ দফতর। বলা হয়েছে, শুধুমাত্র সরকারের খাতায় নথিভুক্ত গাড়ি বাতিল কেন্দ্রেই তা করা যাবে। এতদিন নথিভুক্তির বা পারমিট প্রদানকারী কর্তৃপক্ষকে না জানিয়ে অনেকে যে কোনও জায়গা থেকে ওই
কাজ সারায় সরকারি নথিতে তার হিসাব রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। তবে কোনও গাড়ি আঞ্চলিক পরিবহণ দফতরের যে কার্যালয়ে নথিভুক্ত, তার ২৫ কিমির মধ্যে সরকার অনুমোদিত কেন্দ্র না থাকলে পরিবহণ দফতরের কর্তাদের উপস্থিতিতে অন্য কেন্দ্রে তা বাতিলের অনুমতিও দেওয়া হয়েছে।

Advertisement

বাতিলের সায় পেতে নথিভুক্তির দিন থেকে ১৫ বছরের মধ্যে গাড়ির কর, ফি বা জরিমানা-সহ কোনও খাতে বকেয়া থাকা চলবে না। সরকার অনুমোদিত কেন্দ্রে ঠিক মতো বাতিল হলে পুরনোর পারমিট ব্যবহার নতুন গাড়ি চালানো যাবে। সূত্রের খবর, গাড়ি বাতিলের লক্ষ্য কলকাতা এবং হাওড়া সংলগ্ন এলাকায় দূষণ কমানো। তার তথ্য সরকারি বাহন অ্যাপে রাখতে আনা হয়েছে নতুন বিধি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement