—ফাইল চিত্র।
ফ্লিপকার্টের অংশীদারি হাতে নিতে এখনও পর্যন্ত ৭,৪৩৯ কোটি টাকা কর মিটিয়েছে মার্কিন রিটেল চেন ওয়ালমার্ট। ভারতীয় সংস্থাটির ১০ বড় শেয়ারহোল্ডারের অংশীদারি কিনে নিতেই ওই কর জমা করেছে তারা। কিন্তু কর দফতরের কর্তাদের দাবি, ফ্লিপকার্ট ছেড়ে বেরিয়ে যাওয়া আরও ৩৪ শেয়ারহোল্ডারের ক্ষেত্রে এখনও কোনও কর জমা দেয়নি ওয়ালমার্ট।
গত মে মাসে ওয়ালমার্ট ১,৬০০ কোটি ডলারে ফ্লিপকার্টের ৭৭% অংশীদারি কেনার কথা জানিয়েছিল। যার অঙ্গ হিসেবে ই-কমার্স সংস্থাটির মোট ৪৪ অংশীদার ওয়ালমার্টকে নিজেদের শেয়ার বিক্রি করেছে। ওই কর্তারা জানিয়েছেন, কেন ১০টি সংস্থা বাদে বাকিদের ক্ষেত্রে কর জমা দেওয়া হয়নি, তার বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। প্রতিটির ক্ষেত্রে আলাদা তথ্য জমা দিতে বলা হয়েছে। যদিও ওয়ালমার্টের দাবি, ভারতের আইন মেনেই তারা করের টাকা জমা দিয়েছে। আগামী দিনেও তারা সমস্ত নিয়ম মেনে চলবে।
ব্যবসায়ীদের দাবি: দ্রুত ই-কমার্স নীতি ঘোষণার দাবি জানাল ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি। তাদের বক্তব্য, সামনেই উৎসবের মরশুম। সেই সময়ে মাত্রাতিরিক্ত ছাড় দিয়ে প্রতিযোগিতার বাজার খারাপ করতে পারে ই-কমার্স সংস্থাগুলি। তাই দ্রুত এই নীতি চালু করুক কেন্দ্র। উল্লেখ্য, ওয়ালমার্ট-ফ্লিপকার্ট চুক্তি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে সিএআইটি। তাদের অভিযোগ, এতে কাজ হারাবেন মহু মানুষ নষ্ট হবে প্রতিযোগিতার পরিবেশ।