নতুন স্মার্টফোন ভিভো ওয়াই-১২। ছবি সৌজন্য: টুইটার।
আপনি কি ঘন ঘন সেলফি তোলেন? সব সময় গেম খেলেন? প্রচুর অ্যাপ ব্যবহার করেন?
কিন্তু, আপনার ফোনে চার্জ বেশি ক্ষণ থাকে না। ছবি তোলার সময় সঠিক কালার আসে না। রেজোলিউশন খুব খারাপ। অ্যাপ নামাতে গেলেই স্টোরেজ ফুল দেখায়। এ সব সমস্যা কাটাতে কম দামে একটা ফোন কিনতে চান? তা হলে আপনার জন্য রয়েছে সুখবর। এ সব ভোগান্তি কাটাতে বাজারে আসছে ভিভো ওয়াই-১২। দাম ১১ হাজার ৯৯৯ টাকা।
ভিভোর নতুন এই স্মার্টফোনে রয়েছে উন্নত ধরনের অনেক ফিচার। তার মধ্যে রয়েছে হাই ক্যামেরা রেজোলিউশন, স্ট্রং কনফিগারেশন, শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ-সহ অনেক কিছু। ৪ জিবি র্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ নতুন এই ফোন পাওয়া যাবে অ্যাকোয়া ব্লু, বার্গেন্ডি রেড রঙে।ভিভো-র তরফে জানা গিয়েছে চলতি মাসেই ভারতের বাজারে তাদের নতুন অ্যান্ড্রয়েড মডেল ওয়াই-১২ পাওয়া যাবে।
আরও পড়ুন: আয়কর রিটার্নের জমা দেওয়ার সময়সীমা বাড়াতে পারে কেন্দ্র! জেনে নিন কারণ...
এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচার:
১. মাল্টি টাচ স্ক্রিন ফিচার যুক্ত ওয়াই-১২ ফোনের আইপিএস এলসিডি ডিসপ্লে ৬.৩৫ ইঞ্চি। স্ক্রিন রেজোলিউশন ৭২০x১৫৪৪ পিক্সেল।
২. ভিভো এই প্রথম ট্রিপল ব্যাক ক্যামেরা (৮+১৩+২ মেগাপিক্সেল) এবং ফ্রন্ট ক্যামেরা (৮ মেগাপিক্সেল) নিয়ে এসেছে।
৩. এই ফোনে পাওয়া যাবে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৯.০ (পাই)।
৪. ভিভোর আগের মডেলগুলোর ব্যাটারি ব্যাকআপ খুবই ভাল। ওয়াই-১২-এ ব্যাটারির ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ। এক বার চার্জ দিলে এক দিন পুরো চলবে। অসুবিধে একটাই। তাড়াতাড়ি ব্যাটারি চার্জ দেওয়া যাবে না। চার্জ দেওয়া খুবই সময়সাপেক্ষ।
৫. ওয়াই-১২ থাকবে উন্নত ধরণের মিডিয়া টেক-এর হেলিও পি ২২ অক্টাকোর প্রসেসর ২.০ গিগাহার্টজ।
৬. এছাড়াও ওয়াই-ফাই, ব্লু-টুথ ৫.০, ডুয়াল সিম (ন্যানো সিম) এই ফিচারগুলি পাওয়া যাবে এই ফোনে।
আরও পড়ুন: বিনামূল্যে লাইভ বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে জিয়ো! জেনে নিন কী ভাবে..