অ্যাথার ৪৫০এক্স
বাজারে আসছে অ্যাথারের নতুন ইলেক্ট্রিক স্কুটার। নতুন মডেলটির নাম দেওয়া হয়েছে ‘অ্যাথার ৪৫০এক্স’। এই সুপার স্কুটারে শূন্য থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার স্পিড উঠবে মাত্র ৩.৩ সেকেন্ডে। এছাড়াও একগুচ্ছ নতুন ফিচার যোগ হয়েছে নতুন মডেলটিতে। এতে আছে ৪জি, ওয়াইফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি। এর সাত ইঞ্জির কালার ডিসপ্লে আপনাকে পথ দেখিয়ে বাড়ি পৌঁছতেও সাহায্য করবে।
বেঙ্গালুরুর ভারতীয় কোম্পানি অ্যাথার এনার্জি প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা হয় ২০১৩ সালে। ২০১৮ সালে বাজারে আসে ‘অ্যাথার ৪৫০’। এখন তারা বছরে প্রায় ৪০ হাজার ইলেক্ট্রিক স্কুটার তৈরি করতে পারে। এবার বাজারে আসছে নতুন ‘অ্যাথার ৪৫০এক্স’। কোম্পানির সাইটে গিয়ে অগ্রিম বুকিংও করতে পারেন।
ধুসর, সাদা, সবুজ তিনটি রঙে পাওয়া যাচ্ছে নতুন মডেল ‘অ্যাথার ৪৫০এক্স’। এতে ব্যবহার করা হয়েছে ৬ কিলোওয়াট পিএমএএম মোটর, নতুন ২.৯ কিলোওয়াট আওয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি। আগের মডেলের‘ইকো’, ‘রাইড’,‘স্পোর্ট’-এর সঙ্গে নতুন মডেলে যোগ হয়েছে হাইপারফরম্যান্স মোড‘ওয়ার্প’মোড। ওয়ার্প মোডটি স্কুটারটিকে এর শ্রেণিতে দ্রুততম ইলেক্ট্রিক স্কুটারে পরিণত করেছে। শুধু তাই নয় শহরের ট্র্যাফিকে এই মোড অত্যন্ত কার্যকর।
আরও পড়ুন: মহাকাশে প্রায় মুখোমুখি এসেও অল্পের জন্য রক্ষা পেল দু’টি ঘুমন্ত উপগ্রহ
এর উন্নত ব্যাটারি একবার ফুল চার্জে চলতে পারে ১১৬ কিলোমিটার। শহরের রাস্তায় প্রায় ৮৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পারে। শুধু তাই নয় এর ব্যাটারি ৫০ শতাংশ দ্রুত চার্জ হয়। ইলেক্ট্রিক বাইকের ক্ষেত্রে এটিই চার্জিংয়ের সর্বোচ্চ গতি।
আরও পড়ুন: অনাহারে মৃতপ্রায় সিংহেরা, বাঁচানোর আর্তি সোশ্যাল মিডিয়ায়
ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছেসাত ইঞ্চির উন্নত কালার ডিসপ্লে। ৪জি সিম, ওয়াইফাই, ব্লুটুথের সঙ্গে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন কোয়াড-কোর প্রসেসর। এই স্কুটারে পাওয়া যাবে ম্যাপ ন্যাভিগেশন, অটো ইন্ডিকেটর অফ এবং গাইড-মি-হোম লাইটের সুযোগ।
আরও পড়ুন: মার্চেই বাজারে আসছে সস্তার আইফোন
বেঙ্গালুরুতে এর এক্স শোরুম দাম পড়বে ৯৯ হাজার টাকা। অন্যান্য শহরে দাম কয়েক হাজার হেরফের হতে পারে। এর সঙ্গে যোগ হয়েছে মান্থলি সাবক্রিপশনের সুবিধাও। এখনই কোম্পানির সাইটে গিয়ে বুক করা যাবে এই সুপার স্কুটার।
দেখুন অ্যাথার ৪৫০এক্স-এর ভিডিয়ো: