ভারতে বিজয় মাল্যকে মঙ্গলবারই সরকারি ভাবে অভিযুক্ত ঘোষণা করেছে বিশেষ আদালত। বৃহস্পতিবার সেই মাল্যকেই দেখা গিয়েছে লন্ডনে একটি বই প্রকাশের অনুষ্ঠানে। যেখানে মঞ্চে উপস্থিত ছিলেন খোদ ব্রিটেনে ভারতীয় হাইকমিশনার নভতেজ সারনা। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
গত পরশু লন্ডন স্কুল অব ইকনমিক্স (এলএসই) ও ভারতীয় হাইকমিশনের উদ্যোগে সোহেল শেঠের বই প্রকাশের অনুষ্ঠানে ছিলেন ব্রিটেনের লেবার দলের সাংসদ জো জনসন ও সারনা। সেখানেই দর্শক আসনে দেখা যায় কিংগ্ফিশার কর্তাকে। পাসপোর্ট বাতিল, দেশে সরকারি ভাবে অভিযুক্ত ঘোষণা করা, ব্রিটেন থেকে ফেরাতে ইন্টারপোলকে চাপ দেওয়া, জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি— এই সবের মধ্যেও অনুষ্ঠানে হাইকমিশনারের হাজির থাকা অবস্থায় মাল্যের আগমন ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠছে তাঁকে দেশে ফেরাতে কেন্দ্রের সদিচ্ছা নিয়েও। এ দিন মাল্যকে নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস।
বিতর্কের জেরে বিদেশ মন্ত্রক এ দিন বিবৃতিতে জানিয়েছে, মাল্যকে হাইকমিশনের পক্ষ থেকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি যে আসবেন, সে খবরও ছিল না। এমনকী কিংগ্ফিশার কর্তাকে দেখে হাইকমিশনার নিজের বক্তব্য পেশের পরই সেখান থেকে চলে যান বলেও স্পষ্ট করেছে ওই বিবৃতি। অপেক্ষা করেননি আলোচনা শুরুরও। একাধিক টুইটে তাদের বক্তব্যকে সমর্থন করেছেন বইয়ের লেখক ও অনুষ্ঠানে উপস্থিত শেঠও। মাল্যের সঙ্গে সারনা দেখা করার খবরও অস্বীকার করেছেন তিনি।