অর্থবর্ষের সূচনা ভালই হল দেশের গাড়ি শিল্পের। গত বছরের চেয়ে এ বার এপ্রিলে বিক্রি বাড়িয়েছে বিভিন্ন সংস্থা। মূলত, নতুন গাড়ি ও বড় কেজো গাড়ির (ইউটিলিটি ভেহিকল বা ইউভি) চাহিদা বেশি ছিল।
দেশের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি-সুজুকি-র বিক্রি বেড়েছে ১৬.২%। তবে তাদের অল্টো ও ওয়াগনআর-এর মতো ছোট গাড়ির বিক্রি ৯.৯% কমলেও ইউভি-র বিক্রি বেড়েছে প্রায় তিন গুণ। তেমনই ‘কমপ্যাক্ট’ গাড়ির (যেমন সুইফট, এস্টিলো, রিৎজ, ডিজ্যায়ার ও ব্যালেনো) বিক্রি বেড়েছে প্রায় ৮%।
হুন্ডাই মোটর ইন্ডিয়ার বিক্রি বেড়েছে ৯.৭%। সংস্থাটি গাড়ি শিল্পে দেশের বৃহত্তম রফতানি সংস্থাও। কিন্তু গত মাসে বিদেশে তাদের বিক্রি কমেছে ৬.৫%। মহীন্দ্রা গোষ্ঠীর সার্বিক ভাবে যাত্রী গাড়ি বিক্রি বেড়েছে ১৬%। এর মধ্যে ইউভি ২০% বাড়লেও ছোট যাত্রী গাড়ি ও ভ্যান বিক্রি কমেছে ২৩%। তবে তাদের বাণিজ্যিক ও তিন চাকার গাড়ি বিক্রি এপ্রিলে বেড়েছে যথাক্রমে ১৪% ও ২%। অন্য দিকে, রেনো-ইন্ডিয়া গত মাসেই এ পর্যন্ত সবচেয়ে বেশি গাড়ি বেচেছে, ১২,৪২৬টি।