ওষুধ সংস্থা সান ফার্মার মোহালি কারখানা থেকে আমদানি সতর্কতার তকমা তুলে নিচ্ছে মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক ইউএসএফডিএ। যে-তকমা চাপিয়ে বছর চারেক আগে কারখানাটিকে কালো তালিকাভুক্ত করেছিল তারা। ফলে সেখানে তৈরি ওষুধ মার্কিন মুলুকে রফতানি বন্ধ হয়ে যায়। ইউএসএফডিএ-র নিষেধাজ্ঞা উঠলে সেখান থেকে অনুমোদিত ওষুধ ফের আমেরিকার বাজারে সরবরাহ করার পথ খুলবে সংস্থার সামনে।
পণ্য তৈরির বিধি ভাঙার কারণে ২০১৩ সালে যখন ওই নিষেধাজ্ঞা জারি করে মার্কিন নিয়ন্ত্রক, তখন কারখানা র্যানব্যাক্সি ল্যাবরেটরিজের হাতে ছিল। ২০১৫ সালে ৪০০ কোটি ডলারে শেয়ার হস্তান্তরের মাধ্যমে তা কেনে সান। এর হাত ধরেই মোহালি কারখানা তাদের এক্তিয়ারে আসে। এই খবরে বিএসই-তে সানের শেয়ার দর ৩.৬১% বেড়ে হয় ৭০৮.২৫।