Business News

চুক্তি চাইলে কিনতে হবে আরও পণ্য

সম্প্রতি কিছু দেশের ইস্পাতের পণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক বসানোর প্রস্তাবে সই করেছেন ট্রাম্প।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও ওয়াশিংটন শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ০৭:৩৩
Share:

গত বছর ভারতের জিএসপি সুবিধা তুলেছিল আমেরিকা।

চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে কিছু দিন আগে। এ বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে ভারতে আসার আগে নয়াদিল্লির উপরে চাপ বাড়াতে শুরু করল আমেরিকা। সূত্রের খবর, ওয়াশিংটন চায় যদি ভারত জেনারালাইজ়ড সিস্টেম অব প্রেফারেন্সের (জিএসপি) আওতায় রফতানির সুবিধা ফেরত পেতে ও আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে আগ্রহী হয়, তা হলে আরও ৫০০-৬০০ কোটি ডলারের মার্কিন কৃষি পণ্য কিনুক তারা। গত বছর ভারতের জিএসপি সুবিধা তুলেছিল আমেরিকা। যে প্রকল্পে প্রায় ৫৬০ কোটির পণ্য সে দেশে বিনাশুল্কে রফতানি করত ভারত।

Advertisement

যদিও সম্প্রতি কিছু দেশের ইস্পাতের পণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক বসানোর প্রস্তাবে সই করেছেন ট্রাম্প। অ্যালুমিনিয়ামের পণ্যে কর বাড়ানো হয়েছে ১০%। ৮ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হবে। তা থেকে কানাডা, মেক্সিকোর মতো দেশকে ছাড় দেওয়া হয়েছে। অনেকের মতে, এই অবস্থায় ওয়াশিংটন চাপ দিলেও, তা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সন্দেহ থাকছে।

চাপানউতোর

Advertisement

• নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বার বার বাণিজ্য নিয়ে কথা হলেও, সমাধানসূত্র বেরোয়নি।
• ওয়াশিংটন চায় জিএসপি তকমা ফিরে পেতে ও বাণিজ্য চুক্তি করতে আরও ৫০০-৬০০ কোটি ডলারের মার্কিন কৃষিপণ্য আমদানি করুক ভারত।
• এ দিকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের পণ্যে
৮ ফেব্রুয়ারি থেকে বাড়তি শুল্ক চাপানোর ঘোষণা করেছেন ট্রাম্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement