US Election Results 2020

চোখ আমেরিকায়, সূচক পোষাল বছরের ক্ষতি

বাজার বিশেষজ্ঞদের ব্যাখ্যা, বাইডেন জিতলেও তাঁকে নীতি রূপায়ণের ক্ষেত্রে প্রতিকূলতার মুখে পড়তে হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মুম্বই শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ০৪:০৪
Share:

ছবি রয়টার্স।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা কখন শেষ হবে তা পরিষ্কার নয়। আর গণনা নিয়ে আইনি জটিলতা তৈরি হলে তো কথাই নেই। তা সত্ত্বেও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের সম্ভাবনায় প্রবল ভাবে মাথা তুলল সারা বিশ্বের শেয়ার বাজার। যার প্রভাব পড়ল ভারতেও।

Advertisement

বৃহস্পতিবার ৭২৪.০২ পয়েন্ট বেড়ে ৪১,৩৪০.১৬ অঙ্কে দৌড় শেষ করেছে সেনসেক্স। অতিমারির প্রভাবে চলতি ক্যালেন্ডারবর্ষে খোয়ানো পয়েন্টের পুরোটাই পুষিয়ে নিয়েছে সূচকটি। গত ১ জানুয়ারি সেনসেক্স ৪১,৩০৬.০২ পয়েন্টে লেনদেন শেষ করেছিল। এ দিন নিফ্‌টি ২১১.৮০ অঙ্ক উঠে হয়েছে ১২,১২০.৩০। আড়াই মাসের সর্বনিম্ন হওয়ার পরে ডলারের নিরিখে টাকার দরও বেড়েছে।

এ দিন সকাল থেকেই হংকং, সাংহাই, টোকিয়ো, সোলের শেয়ার সূচক চড়তে থাকে। যার প্রভাব পড়ে এশিয়ার অন্যান্য শেয়ার বাজারে, ভারতেও। তার পরের দফায় বাড়ে ইউরোপের সূচকও। এই সব কিছুর প্রভাব মিলিয়ে সারা দিন ধরে ক্রমাগত চড়েছে সেনসেক্স এবং নিফ্‌টি।

Advertisement

বাজার বিশেষজ্ঞদের ব্যাখ্যা, বাইডেন জিতলেও তাঁকে নীতি রূপায়ণের ক্ষেত্রে প্রতিকূলতার মুখে পড়তে হবে। তবু ডোনাল্ড ট্রাম্পের আমলে বিশ্ব বাণিজ্যে যে দেওয়াল উঠেছে, তা খানিকটা হলেও ভাঙার আশা করছেন লগ্নিকারীরা। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় কুমার আগরয়ালের বক্তব্য, বাইডেনের জয়ের সম্ভাবনায় বাজার খুশি। দেকো সিকিউরিটিজ়ের কর্ণধার অজিত দে-র দাবি, অতিমারির সমস্যা কাটিয়ে দেশেও অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে। বাজারের উত্থানের সেটাও কারণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement