প্রতীকী ছবি।
লকডাউনে চলাফেরায় বিধিনিষেধ এবং করোনার জেরে তৈরি হওয়া আর্থিক সমস্যার কথা মাথায় রেখে ব্যাঙ্ক লেনদেনে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বলা হয়েছিল, ওই সব সুবিধা মিলবে ৩০ জুন পর্যন্ত। সোমবার রাত পর্যন্ত সেই সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেনি কেন্দ্র। ব্যাঙ্কিং শিল্পের খবর, আজও তা না-হলে, বুধবার থেকেই ফের চালু হবে পুরনো নিয়ম।
ঘোষণা ছিল, ৩০ জুন পর্যন্ত—
• ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার বাধ্যবাধকতা থাকবে না।
• যত বার খুশি নিজের বা অন্য ব্যাঙ্কের এটিএম থেকে চার্জ ছাড়াই লেনদেন করা যাবে।
• উৎসে কর (টিডিএস) কাটা বন্ধ রাখতে ১৫জি এবং ১৫এইচ জমা দেওয়া যাবে ওই দিন পর্যন্ত।
ব্যাঙ্কিং মহলের মতে, শেষ পর্যন্ত সময় ৩০ জুনের বেশি বাড়ানো না-হলে ১ জুলাই থেকেই বিভিন্ন ব্যাঙ্কে ফের চালু হবে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার নিয়ম।
এটিএমের ক্ষেত্রে মেট্রো শহরে চার্জ না-দিয়ে এক জন গ্রাহক মাসে মোট ৮টি লেনদেন করতে পারবেন। এর মধ্যে ৫টি নিজের ব্যাঙ্কে, তিনটি অন্য ব্যাঙ্কে। অন্যান্য অঞ্চলে নিজের ও অন্য ব্যাঙ্কে ৫টি করে মোট ১০টি এটিএম লেনদেন বিনা চার্জে করা যাবে। উভয় ক্ষেত্রেই তার বেশি লেনদেনে চার্জ গুনতে হবে।
পাশাপাশি, ৩০ জুনের পরে গত অর্থবর্ষের জন্য ১৫জি ও প্রবীণদের ক্ষেত্রে ১৫ এইচ ফর্ম ব্যাঙ্কের শাখায় জমা নেওয়া নেওয়া হবে না।