Nirmala Sitharaman

ইতিহাসের সামনে দাঁড়িয়ে নির্মলা

২০১৯ সালে নরেন্দ্র মোদী দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারতের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হন নির্মলা। তারপর থেকে টানা পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট ও লোকসভা নির্বাচনের আগে একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৪ ০৬:৪৭
Share:

নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।

তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট মঙ্গলবার পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সঙ্গে গড়তে চলেছেন টানা সাত বার বাজেট পড়ার নজির। পিছনে ফেলতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে। যিনি নির্মলার মতোই উপর্যুপরি ছ’টি বাজেট বক্তৃতা দিয়েছেন। ২০১৯ সালে নরেন্দ্র মোদী দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারতের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হন নির্মলা। তারপর থেকে টানা পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট ও লোকসভা নির্বাচনের আগে একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন তিনি।

Advertisement

বাজেটের সংখ্যার দিক থেকে অবশ্য মোরারজি এখনও শীর্ষে। জওহরলাল নেহরু এবং লালবাহাদুর শাস্ত্রীর প্রধানমন্ত্রিত্বের আমলে তিনি মোট ১০টি বাজেট পেশ করেছেন। ১৯৫৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথম বাজেট পেশ করেন। আরও দু’টি পূর্ণাঙ্গ বাজেট পেশের পরে ১৯৬২ সালের লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট বক্তৃতা দেন। ভোটের পরে পেশ করেন আরও দু’টি পূর্ণাঙ্গ বাজেট। অর্থাৎ, টানা ছ’টি। এর পরেও ১৯৬৭ সালে একটি অন্তর্বর্তী ও পরে টানা তিনটি পূর্ণাঙ্গ বাজেট পেশের অভিজ্ঞতা তাঁর। সংখ্যার নিরিখে দ্বিতীয় পি চিদম্বরম (৯)। ১৯৯৬-এর ১৯ মার্চ যুক্তফ্রন্ট সরকারের সময়ে তাঁর প্রথম বাজেট। তখন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া। সেই সরকারের অধীনে আরও একটি বাজেট পেশ। ২০০৪ সালে ইউপিএ আমলে সময়ে ফের অর্থমন্ত্রীর পদে ফেরেন চিদম্বরম। ২০০৮ পর্যন্ত পেশ করেন পাঁচটি বাজেট। ২০১৩, ২০১৪ সালে আরও দু’টি বাজেট পেশ করেন তিনি।

তৃতীয় স্থানে থাকা প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের ঝুলিতে ছিল আটটি বাজেট পেশের অভিজ্ঞতা। ১৯৮২ থেকে তিনটি ও ২০০৯-২০১২ সালে টানা পাঁচটি বাজেট পেশ করেছিলেন বাঙালি এই অর্থমন্ত্রী।

Advertisement


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement