Ola Cab

লন্ডনে ওলার লাইসেন্স নিয়ে অনিশ্চয়তা

ভারতীয় অ্যাপ-ক্যাব সংস্থাটি ফেব্রুয়ারিতে লন্ডনে পরিষেবা চালু করেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ০৪:৩৯
Share:

ছবি: সংগৃহীত।

প্রতিদ্বন্দ্বী উব্‌র আইনি লড়াই জিতে ছাড়পত্র পেয়েছে। তার পরপরই লন্ডনের রাস্তায় ভবিষ্যতে ওলা-র চাকা গড়ানো নিয়ে তৈরি হল সংশয়। যাত্রী সুরক্ষায় গলদের অভিযোগে লন্ডনে ওলা-কে নতুন লাইসেন্স দিতে অস্বীকার করল সেখানকার পরিবহণ নিয়ন্ত্রক ‘ট্রান্সপোর্ট ফর লন্ডন’ (টিএফএল)। তবে তার বিরুদ্ধে সংস্থা আপিল করলে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তারা যাত্রী পরিষেবা দিতে পারবে বলে জানিয়েছে নিয়ন্ত্রকটি। যাত্রী সুরক্ষায় তারা বরাবরবই জোর দেয়, এই দাবি করে টিএফএলের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছে ওলা। সঙ্গে জানিয়েছে আপিল করবে তারা।

Advertisement

ভারতীয় অ্যাপ-ক্যাব সংস্থাটি ফেব্রুয়ারিতে লন্ডনে পরিষেবা চালু করেছিল। টিএফএলের ডিরেক্টর হেলেন চ্যাপম্যান বলেন, ‘‘নিয়ন্ত্রক হিসেবে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের কাজ। তদন্তে দেখা গিয়েছে, ওলার পরিচালন ব্যবস্থায় ত্রুটি রয়েছে। লাইসেন্সহীন চালক রয়েছেন। ১০০০-রও বেশিবার যাত্রী নিয়ে যাতায়াত করেছে ওই গাড়িগুলি। যা ঝুঁকি তৈরি করতে পারে।’’ ব্রিটেনে ওলার এমডি মার্ক রোজ়েনডালের দাবি, ‘‘নিয়ন্ত্রকদের সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কাজ করাই আমাদের নীতি। যে সব প্রশ্ন উঠেছে, তা খতিয়ে দেখব।’’

উল্লেখ্য, সুরক্ষার প্রশ্নেই ২০১৭ সালের পরে ফের গত বছর উব্‌রের লাইসেন্স বাতিল করেছিল টিএফএল। এ নিয়ে সম্প্রতি আইনি লড়াই জিতেছে মার্কিন সংস্থাটি। করোনার লকডাউনে দুই সংস্থারই ব্যবসা তলানিতে। এখন আনলক পর্বে ফের ঘুরে দাঁড়ানোর সময়েই নতুন করে ধাক্কা খেল ওলা। তারাও শেষে লাইসেন্স ফিরে পায় কি না, সেটাই এখন দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement