৮৫,০০০ কোটি ডলার ধাক্কার ইঙ্গিত

উল্লেখ্য, শুক্রবার অর্থনীতির গতি শ্লথ হওয়া নিয়ে ফের টুইটে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

সংবাদ সংস্থা

সান ফ্রান্সিসকো ও বেজিং শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩৭
Share:

ডোনাল্ড ট্রাম্প।

বাণিজ্য নিয়ে অনিশ্চয়তায় বিশ্ব অর্থনীতির প্রায় ৮৫,০০০ কোটি ডলার ক্ষতি হওয়ার আশঙ্কা। সম্প্রতি মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের গবেষণাপত্রে বলা হয়েছে, চিন-মার্কিন শুল্ক-যুদ্ধের জেরে বাণিজ্য নিয়ে বিশ্বে অস্থিরতা তৈরি হয়েছে। যে কারণে লগ্নি থেকে হাত গুটিয়ে রেখেছে সংস্থাগুলি। যা সব মিলিয়ে বিশ্বের বৃদ্ধিকে ১% টেনে নামাতে পারে। সংশ্লিষ্ট মহলের হিসেব, যদি বিশ্ব অর্থনীতির মাপ ৮৫ লক্ষ কোটি ডলার ধরা হয়, সে ক্ষেত্রে বাণিজ্য-যুদ্ধে তা ধাক্কা খাওয়ার অঙ্ক দাঁড়াবে প্রায় ৮৫,০০০ কোটি ডলার।

Advertisement

উল্লেখ্য, শুক্রবার অর্থনীতির গতি শ্লথ হওয়া নিয়ে ফের টুইটে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ফেড দ্রুত সুদ বাড়িয়েছে। কিন্তু তা কমাতে গড়িমসি করছে। একই সঙ্গে শুল্ক-যুদ্ধে চিনের অর্থনীতি ধাক্কা খাচ্ছে বলেও আবার দাবি করেছেন ট্রাম্প।

এ দিকে, বাধ্যতামূলক ভাবে ব্যাঙ্কগুলিকে যত অর্থ মজুত রাখতে হয়, আজ তার হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে চিন। চলতি বছরে এ নিয়ে তৃতীয় বার। এতে বাজারে নগদ বাড়বে প্রায় ১২,৬৩৫ কোটি ডলার। অনেকের মতে, শুল্ক-যুদ্ধের প্রভাব কাটিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে এই উদ্যোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement