ফাইল চিত্র।
হিসেবের খাতায় গরমিল নিয়ে হুইসলব্লোয়ারের অভিযোগে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস চাপে। একাধিক তদন্ত সংস্থার পাশাপাশি এই অভিযোগের তদন্ত শুরু করেছে আমেরিকার বাজার নিয়ন্ত্রক এসইসি। সূত্রের খবর, এ বার ভারতের বাজার নিয়ন্ত্রক সেবির কাছে তথ্য চাইতে পারে তারা। ইতিমধ্যেই ইনফোসিসের কাছ থেকে বাড়তি কিছু তথ্য চেয়েছে সেবি। ইনফোসিস জানিয়েছে, সব সংস্থাকেই তদন্তে সহযোগিতা করবে তারা।
ইনফোসিস ভারত এবং আমেরিকা, দুই দেশের বাজারেই নথিভুক্ত। অভিযোগের প্রেক্ষিতে আমেরিকায় জোড়া চাপে পড়েছে তারা। প্রথমত, মার্কিন বাজার নিয়ন্ত্রকের তদন্ত। দ্বিতীয়ত, ‘ক্ষতিপূরণ’ চেয়ে কয়েক জন শেয়ারহোল্ডার দলবদ্ধ ভাবে (ক্লাস অ্যাকশন সুট) আবেদন জানিয়েছেন আমেরিকার আদালতে।
ইনফোসিস বিবৃতিতে বলেছে, ‘‘হুইসলব্লোয়ারের অভিযোগের বিষয়ে এসইসির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। আমেরিকার নিয়ন্ত্রকটি তদন্ত শুরু করেছে। সংস্থা সেই তদন্তে সহযোগিতা করবে।’’