জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের গবেষণা শাখার প্রধান বিনোদ নায়ারের ব্যাখ্যা, ফেব্রুয়ারি থেকেই বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি প্রত্যাহারের চাপ রয়েছে।
ফাইল চিত্র।
টানা পাঁচ দিন উত্থানের পরে মঙ্গলবার তাল কেটেছিল খুচরো ও পাইকারি মূল্যবৃদ্ধি। বুধবার রাশিয়া-ইউক্রেনের আলোচনা ঘিরে কিছু আশার ইঙ্গিত এবং বিশ্ব বাজারের উত্থানে ফের প্রাণ ফিরে পেল ভারতীয় শেয়ার সূচক। তবে বিশেষজ্ঞদের মতে,আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভের ঋণনীতি ও যুদ্ধ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রয়েছে লগ্নিকারীদের।
আজ ১০৩৯.৮০ পয়েন্ট উঠে সেনসেক্স ৫৬,৮১৬.৬৫-তে থেমেছে। নিফ্টি ৩১২.৩৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১৬,৯৭৫.৩৫। ডলারের নিরিখে বেড়েছে টাকার দরও। ১ ডলারের দাম ৪২ পয়সা বেড়ে হয়েছে ৭৬.২০ টাকা। ভারতীয় মুদ্রার শক্তিশালী হওয়াও বাজারের উত্থানে সাহায্য করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সমঝোতার রাস্তা খোলার পথ তৈরি হচ্ছে। এ দিকে ব্যারেলে অশোধিত তেলের দাম নেমে ১০০ ডলারের কাছে ঘুরছে। বাজার বিশেষজ্ঞদের বক্তব্য, মূলত এই দু’টি কারণেই আজ চাঙ্গা হয় বিশ্ব বাজার। সেই সঙ্গে নতুন ত্রাণ প্রকল্পের আশায় চিনের বাজারেরও উত্থান হয়েছে। এই সমস্ত কিছুর প্রভাব পড়েছে ভারতে।
জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের গবেষণা শাখার প্রধান বিনোদ নায়ারের ব্যাখ্যা, ফেব্রুয়ারি থেকেই বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি প্রত্যাহারের চাপ রয়েছে। কিন্তু অতি সম্প্রতি সেই হার কমেছে। এটা ইতিবাচক দিক। তার উপরে তেলের দামের অস্থিরতাও কমেছে। তা ছাড়া বুধবার ফেডারাল রিজ়ার্ভের ২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর সিদ্ধান্ত বৃহস্পতিবার শেয়ার বাজারের গতিপথ স্থির করবে বলেও ধারণা।