Recharge

সিদ্ধান্ত প্রত্যাহারের সম্ভাবনা নেই, পৃথক রিচার্জ ভাউচার চালু নিয়ে কঠোর ট্রাই

সংস্থাগুলি কিছু আপত্তির কথা জানালেও, এই সিদ্ধান্ত যে প্রত্যাহার করার কোনও সম্ভাবনা নেই, তা ফের স্পষ্ট করে দিল টেলিকম ক্ষেত্রের নিয়ন্ত্রক ট্রাই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ০৭:৫৭
Share:

পৃথক রিচার্জ ভাউচার আনতে নির্দেশ দেওয়া হয়েছে টেলিকম সংস্থাগুলিকে। —প্রতীকী চিত্র।

শুধু কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের জন্য পৃথক রিচার্জ ভাউচার আনতে নির্দেশ দেওয়া হয়েছে টেলিকম সংস্থাগুলিকে। এ ব্যাপারে সংস্থাগুলি কিছু আপত্তির কথা জানালেও, এই সিদ্ধান্ত যে প্রত্যাহার করার কোনও সম্ভাবনা নেই, তা ফের স্পষ্ট করে দিল টেলিকম ক্ষেত্রের নিয়ন্ত্রক ট্রাই। সম্প্রতি ট্রাই চেয়ারম্যান অনিল কুমার লাহোটি জানান, গ্রাহকদের ডেটা ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে মানে এই নয় যে, তাঁরা তা ব্যবহার না করলেও টাকা দিতে বাধ্য। একইসঙ্গে তিনি জানান, টেলিমার্কেটিং কল বা মেসেজ পাওয়া বা না পাওয়ার ব্যাপারে গ্রাহকদের ইচ্ছা কিংবা অনিচ্ছা প্রকাশের জন্য শীঘ্রই পরীক্ষামূলক ভাবে একটি প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম চালু হচ্ছে। প্রযুক্তিটি পুরোপুরি চালু হলে অবাঞ্ছিত বাণিজ্যিক এবং ভুয়ো কলের হাত থেকে সুরাহা মিলবে।

Advertisement

লাহোটি জানান, গত অগস্টে এই ধরনের কল ও মেসেজ সম্পর্কে পরামর্শপত্র প্রকাশ করা হয়েছিল। তাতে সুপারিশ ছিল দৈনিক একটি নির্দিষ্ট সংখ্যার বেশি ফোন কল কিংবা মেসেজ করা নম্বরের উপরে অতিরিক্ত মাসুল বসানোর। সে ব্যাপারেও শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। নির্দিষ্ট সীমার বেশি ফোন করা কিংবা মেসেজ পাঠানো নম্বরগুলির ব্যবহার খতিয়ে দেখার পরেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ট্রাই চেয়ারম্যানের বক্তব্য, নতুন বছরে তাঁদের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবার বিষয়টি চূড়ান্ত করা। দেশের টেলিকম ক্ষেত্রের ভবিষ্যতের অনেক কিছু এর উপরে নির্ভর করছে। তিনি বলেন, ‘‘সব পক্ষের আবেদন ও মন্তব্য খতিয়ে দেখে তার পরেই এ ব্যাপারে চূড়ান্ত
সিদ্ধান্ত হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement