ফাইল চিত্র।
বাড়তি টাকা দিলে বেশি গতির ডেটা— ফোর-জি সংযোগের এই অগ্রাধিকার প্রকল্প নিয়ে বিপাকে পড়ল ভোডাফোন আইডিয়া। এই ‘প্ল্যান’টি বিভ্রান্তিকর, অস্বচ্ছ ও টেলি পরিষেবার নির্দিষ্ট নীতি মেনে আনা হয়নি অভিযোগ তুলে সংস্থাকে কারণ দর্শানোর (শো-কজ়) নোটিস ধরাল ট্রাই। নিয়ম ভাঙার জন্য কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সংস্থাকে ৩১ অগস্টের মধ্যে তার জবাব দিতে বলেছে তারা।
ভোডাফোন অবশ্য এ নিয়ে মুখ খুলতে চায়নি। সূত্রের খবর, বিষয়টি নিয়ে টিডিস্যাটে মামলা চলায় মন্তব্য করতে নারাজ তারা। তবে এর আগে সংস্থার দাবি ছিল, প্রকল্প এনে কোনও নিয়ম ভাঙেনি তারা। এয়ারটেলের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল। তারা সেই মাসুল পরিকল্পনায় বদল আনায় তাদের নোটিস দেয়নি ট্রাই।
এ দিকে ট্রাই জানিয়েছে, গত মে মাসে দেশে টেলি গ্রাহকের সংখ্যা ৫৭.৬ লক্ষ কমেছে। লকডাউন, আর্থিক সঙ্কট, রুজিতে ধাক্কা ইত্যাদিই এর কারণ বলে দাবি শিল্প মহলের। এপ্রিলে তা কমেছিল ৮৫.৩ লক্ষ।