পাঁচটি অভিযোগ জমা পড়লেই কড়া ব্যবস্থা নিতে হবে, জানিয়েছে ট্রাই। —প্রতীকী চিত্র।
একের পর এক পদক্ষেপ করে ভুয়ো কল রোখার বার্তা দিচ্ছে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। চাইছে, মোবাইলে এই ধরনের সমস্ত কল কিংবা এসএমএস আসা বন্ধ করতে গ্রাহকেরা আরও সচেতন হোন। সেই লক্ষ্যে এ বার তারা নির্দেশিকা জারি করে জানাল, ভুয়ো কল নিয়ে অভিযোগ জমা পড়লে ৩০ দিন নয়, মাত্র পাঁচ দিনে ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। গ্রাহক এই ধরনের ফোন কল বা মেসেজ পাওয়ার পরে সাত দিনের মধ্যে অভিযোগ জানাতে পারবেন। শুধু তাই নয়, আগে কোনও নম্বরের বিরুদ্ধে ১০টি অভিযোগ জমা পড়লে টেলি সংস্থাগুলিকে বাধ্যতামূলক ভাবে পদক্ষেপ করতে হত। এখন পাঁচটি জমা পড়লেই কড়া ব্যবস্থা নিতে হবে, জানিয়েছে ট্রাই। তবে নতুন নির্দেশিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে টেলি শিল্পের সংগঠন সিওএআই।