মিরওয়াইজ় উমর ফারুক। ছবি: সংগৃহীত।
জম্মু-কাশ্মীরে আওয়ামি অ্যাকশন কমিটির (এএসি) উপরে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন হুরিয়ত নেতা মিরওয়াইজ় উমর ফারুক। বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে এএসি-কে নিষিদ্ধ ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। গত কাল শ্রীনগরের জামা মসজিদে এক জমায়েতে নরমপন্থী হিসেবে পরিচিত হুরিয়ত নেতা মিরওয়াইজ় উমর ফারুক বলেন, এএসি-র বিরুদ্ধে অভিযোগ বিস্ময়কর। কারণ এই সংগঠন সব সময়েই শান্তি, আলোচনা ও সমাজকল্যাণের লক্ষ্যে কাজ করেছে। ১৯৬০-এর দশকে এএসি তৈরি করেছিলেন মিরওয়াইজ়ের বাবা প্রয়াত শহিদ-ই-মিল্লাত। মিরওয়াইজ়ের দাবি, ১৯৮০-এর দশকে চরম জঙ্গি সন্ত্রাসের সময়েও সরকার ও জঙ্গিদের মধ্যে আলোচনার লক্ষ্যে কাজ করেছিলেন তাঁর বাবা। তাঁর কথায়, ‘‘ওঁর স্রোতের বিপরীতে যাওয়ার সাহস ছিল।’’
বাবা খুন হওয়ার পরেও তিনি শান্তির পথে হেঁটেছেন বলে মন্তব্য করেছেন মিরওয়াইজ়। এএসি-র উপরে নিষেধাজ্ঞার প্রতিবাদ করেছে শিখ, হিন্দু সংগঠন-সহবিভিন্ন শিবির। তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মিরওয়াইজ়।