ছড়িয়ে ছিটিয়ে নয়, এক বিষয়ের (জঁর) চ্যানেল রাখতে হবে একসঙ্গেই। অর্থাৎ, সিনেমার চ্যানেল যেমন পর পর থাকবে, তেমনই আবার খবরের চ্যানেলগুলিও একসঙ্গে রাখতে হবে। এ নিয়ে অভিযোগ আসার পরেই রবিবার মাল্টি সিস্টেম অপারেটর বা এমএসও এবং ডিটিএইচ সংস্থাগুলির জন্য এই নির্দেশ জারি করেছে ট্রাই। পাশাপাশি এ দিন নিয়ন্ত্রক বলেছে, একটি চ্যানেল একবার এক জায়গাতেই রাখতে হবে। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
এমনিতে কেব্লের নতুন নিয়ম চালুর পরে বিভ্রান্তির অন্ত নেই। অনেকের দাবি, এই ব্যবস্থায় নাম লেখালেও টিভি দেখায় সমস্যা হচ্ছে। তার পরে এ দিনের নির্দেশের পরে অনেকে জানতে চাইছেন, এক ধরনের চ্যানেল একসঙ্গে রাখতে হলে বিভিন্ন ভাষার চ্যানেলও কি মিশে যাবে? সে ক্ষেত্রে বাংলার পরপরই কি হিন্দি বা ইংরেজি খবর, বিনোদনের চ্যানেল থাকবে? নাকি ভাষা অনুসারে তা আলাদা হবে? যেমন ধরা যাক বাংলা বিনোদন, খবর, সিনেমা। তার পরে আবার হিন্দি বিনোদন, খবর, সিনেমা— এ রকম থাকবে? উত্তর এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, বর্তমান নিয়মে চ্যানেলের বিষয় অনুসারে সেগুলিকে বিভিন্ন ভাগে ভাঙতে হয় ডিটিএইচ এবং এমএসও সংস্থাগুলিকে। ব্রডকাস্টাররা নিজেদের চ্যানেলের বিষয় পাল্টালে, সেই অনুসারে বদলে যায় চ্যানেলের অবস্থানও।