— প্রতীকী চিত্র।
গত মাসেই টেলিকম নিয়ন্ত্রক ট্রাই জানিয়েছিল, গ্রাহকদের সুবিধার জন্য ডেটা ও ভয়েস কলের (সঙ্গে এসএমএস) আলাদা আলাদা রিচার্জ ভাউচার আনতে হবে। কারণ, যে গ্রাহকেরা ডেটা অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করেন না, তাঁদের এই খাতে অতিরিক্ত মাসুল গুনতে হচ্ছে। অথচ তাঁরা শুধু ফোনে কথা বলা এবং প্রয়োজনে এসএমএস পাঠানোর জন্য টাকা ভরালেই কাজ চলে যায়। ট্রাইয়ের নির্দেশ মেনে এ বার বেসরকারি টেলিকম সংস্থাগুলি বাজারে শুধু ভয়েস কলের রিচার্জ ভাউচার আনল।
এয়ারটেল, জিয়ো ও ভোডাফোন আই়ডিয়া (ভি) এই তিন সংস্থাই আপাতত কয়েকটি শুধু ভয়েস কল ও এসএমএস করার ভাউচার এনেছে। এয়ারটেল ৪৯৯ ও ১৯৬৯ টাকার দু’টি প্রকল্প এনেছে। জিয়ো এনেছে ৪৫৮ ও ১,৯৫৯ টাকার, ভি ১৪৬০ টাকার। এগুলি দিয়ে রিচার্জ করলে গ্রাহকেরা ইন্টারনেটের কোনও সুবিধা পাবেন না। কিন্তু নির্দিষ্ট মেয়াদে ফোন কল ও এসএমএস করতে পারবেন।
এখন টেলিকম সংস্থাগুলির সব প্রকল্পেই কথা বলার পাশাপাশি ডেটার সুবিধা পাওয়া যায়। তাদের দাবি, সেখান থেকে সরে নতুন জমানায় পা রাখতে আপাতত একটি কিংবা দু’টি করে প্রকল্প আনা হয়েছে। শীঘ্রই ‘ভয়েস ওনলি রিচার্জ’-এর সংখ্যা বাড়বে। তবে প্রশ্ন উঠছে, যে কারণে ট্রাই এই নিয়ম চালু করতে বলেছে, সেই লক্ষ্য পূরণ হবে কি? ডেটা না নিয়ে শুধু কথা বলার জন্য রিচার্জ করলে খরচ কি কমবে গ্রাহকের? সংশ্লিষ্ট মহলের দাবি, সংস্থাগুলির প্রকল্পের সংখ্যা বাড়লে ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হবে।