Calcutta University

বিষয় বহু, মুখোমুখি বৈঠক চায় অধ্যক্ষ পরিষদ

সূত্রের খবর, বৃহস্পতিবার ডিজিলকার নিয়ে অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনলাইন বৈঠকে ওই শাখার তরফে জানানো হয়— তাঁরা অফলাইন বৈঠকে আগ্রহী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৮:৫৫
Share:
কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

একগুচ্ছ দাবি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মুখোমুখি বৈঠক চাইল নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের কলকাতা বিশ্ববিদ্যালয় শাখা। সূত্রের খবর, বৃহস্পতিবার ডিজিলকার নিয়ে অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনলাইন বৈঠকে ওই শাখার তরফে জানানো হয়— তাঁরা অফলাইন বৈঠকে আগ্রহী। বহু বিষয় আলোচনার জন্য রয়েছে। রাতে বিজ্ঞপ্তি জারি করে রেজিস্ট্রার দেবাশিস দাস জানান, ১৮ মার্চ দু’দফায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ১৩৮টি কলেজের সঙ্গে আলোচনায় বসবেন কর্তৃপক্ষ।

Advertisement

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে কলেজ নিয়ে আলোচনার সুযোগ কম— এই অভিযোগে ইতিমধ্যেই সেখানকার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন কয়েক জন অধ্যক্ষ। নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের কলকাতা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক মানস কবি বলেন, ‘‘কলেজের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মুখোমুখি আলোচনা প্রয়োজন। স্নাতক এবং স্নাতকোত্তর পঠনপাঠনের বিষয়ে মোট ২৬ দফা দাবি নিয়ে আলোচনায় বসতে চাই।’’ স্নাতকের জন্য ১৮ দফা দাবি রয়েছে। যার মধ্যে আছে, বাছাই করা কিছু কলেজের বদলে সব কলেজ পরীক্ষা কেন্দ্র হোক। কিছু বিষয়ের প্র্যাক্টিক্যাল পরীক্ষার ফি বাড়ানো হোক। স্নাতকে সব বিষয়ের বোর্ড অব স্টাডিজ় পুনর্গঠিত হোক। তৈরি করা হোক অ্যাকাডেমিক ক্যালেন্ডার।

স্নাতকোত্তরে আট দফা দাবির মধ্যে রয়েছে, পরীক্ষার কমন সেন্টার বাতিল করা হোক। মানসের ব্যাখ্যা, এখন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়েই পরীক্ষা দেন। কিন্তু কলেজের স্নাতকোত্তর পড়ুয়ারা পরীক্ষা দেন কমন সেন্টারে। তাই হয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও কমন সেন্টারে পরীক্ষা দিক, অথবা কমন সেন্টারই বাতিল করা হোক। পাশাপাশি, কলেজ শিক্ষকদের পরীক্ষা প্রক্রিয়ায় যুক্ত করা এবং পরীক্ষার খাতা এক নিয়মে দেখার দাবিও রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement