স্বেচ্ছাবসর টয়োটার কারখানায়

গাড়ি শিল্প সূত্রের খবর, ইতিমধ্যেই কিছু সংস্থায় কর্মী সংখ্যা কমানোর তাগিদে ভিআরএস চালু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৯ ০১:৩৫
Share:

ছবি সংগৃহীত।

কর্নাটকের বিদাদি কারখানায় কর্মীদের একাংশের জন্য স্বেচ্ছাবসর প্রকল্প (ভিআরএস) ঘোষণা করেছে গাড়ি সংস্থা টয়োটা কির্লোস্কর। বাজারে জোর জল্পনা, গাড়ি বিক্রি ধাক্কা খাওয়ার কারণেই খরচ বাঁচাতে এ ভাবে কর্মী কমানোর পথে হাঁটছে তারা। সম্প্রতি আরও কিছু সংস্থা এমন পদক্ষেপ করেছে বলে দাবি সূত্রের। তবে জল্পনা উড়িয়ে টয়োটার যুক্তি, তাদের ব্যবসার অবস্থার সঙ্গে ভিআরএস প্রকল্প আনার কোনও সম্পর্ক নেই। ইচ্ছুক কর্মীদের পেশা পরিবর্তনের সুযোগ দিতেই ওই প্রকল্পটি আনা হয়েছে।

Advertisement

গাড়ি শিল্প সূত্রের খবর, ইতিমধ্যেই কিছু সংস্থায় কর্মী সংখ্যা কমানোর তাগিদে ভিআরএস চালু হয়েছে। এ দিন টয়োটা বিবৃতিতে বলেছে, কর্মী ইউনিয়নের সঙ্গে যুক্ত ও সুপারভাইজর পদে কর্মরত, এমন কর্মীরা ওই কারখানায় ন্যূনতম পাঁচ বছর কাজ করে থাকলে ভিআরএস নিতে পারবেন। তাঁদের জন্য ‘নব-জীবন-যোজনা’ নামে একটি প্রকল্প আনা হয়েছে। টয়োটার দাবি, যাঁরা সংস্থা বদলের কথা ভাবছেন, তাঁদের স্বপ্ন সফল করতে ও আর্থিক সুরক্ষা দিতেই এই উদ্যোগ। যাঁরা আবেদন করবেন, তাঁরা অবসরের নিয়মমাফিক প্রাপ্যের সঙ্গে ক্ষতিপূরণের প্যাকেজও পাবেন।

বছর খানেক হল নাগাড়ে বিক্রি কমছে গাড়ির। সব ধরনের গাড়ির ক্ষেত্রেই প্রকট হয়েছে চাহিদার অভাব। ইতিমধ্যেই প্রায় তিনশো ডিলার ঝাঁপ বন্ধ করেছে। কমপক্ষে ৩.৫০ লক্ষ কর্মী কাজ হারিয়েছেন। বিশেষ করে, বেহাল অস্থায়ী কর্মীদের অবস্থা। এই অবস্থায় ভিআরএস দেওয়ার উদ্যোগ কর্মীদের উদ্বেগ বাড়াবে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement