প্রতীকী ছবি
আগের লকডাউনে চালু ছিল। তবে এ বার সপ্তাহে দু’দিন করে রাজ্য কঠোর ভাবে যে লকডাউন ঘোষণা করছে, তাতে বন্ধ থাকবে রান্নার গ্যাসের জোগান। তেল সংস্থা সূত্রের খবর, রাজ্য তাদের বলেছে, ওই সব দিনে এলপিজি বটলিং কারখানা, ডিস্ট্রিবিউটরদের দোকান ও বাড়িতে সিলিন্ডারের জোগান বন্ধ রাখতে হবে। ফলে আজ, শনিবার ও আগামী বুধবার গ্যাস জোগানের পরিষেবা পাবেন না গ্রাহক। সংস্থাগুলির আশঙ্কা, সে ক্ষেত্রে এক দিন ছুটি বাদে এ ভাবে প্রতি সপ্তাহে আরও দু’দিন করে গোটা কর্মকাণ্ড বন্ধ থাকলে সিলিন্ডারের জোগানে দেরি হতে পারে।
এ রাজ্যে গৃহস্থ বাড়িতে দিনে গড়ে প্রায় ৪ লক্ষ সিলিন্ডার সরবরাহ হয়। সংশ্লিষ্ট মহলের দাবি, এর ফলে দু’দিন ছুটি থাকলে তা পরের দিন বাড়তি চাপ তৈরি করবে। পাশাপাশি, আগের লকডাউনে আতঙ্কের বাড়তি বুকিং ঠেকাতে একবার সিলিন্ডার বুক করার পরে ১৫ দিনের মধ্যে নতুন বুকিংয়ে নিষেধাজ্ঞা চাপিয়েছিল তেল সংস্থাগুলি। আজ থেকে তা-ও উঠে যাওয়ায়, আতঙ্কের বুকিং বাড়লে সিলিন্ডার জোগানে আরও দেরি হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট ওই সূত্রের।