Rupee

Rupee gained: পাঁচ পয়সা দাম বাড়ল টাকার! রেকর্ড পতনের পর কিছুটা উন্নতি

আমেরিকার ডলারপিছু ভারতীয় টাকার দাম ৭৮ টাকা ছাড়িয়েছিল মঙ্গলবার। অর্থনীতিবিদেরা জানিয়েছেন, এর আগে এত ‘নীচে’ নামেনি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১২:১৫
Share:

প্রতীকী ছবি।

রেকর্ড পতনের পর ডলার পিছু টাকার দামে কিছুটা উন্নতি দেখা গেল। বুধবার সকালে আমেরিকান ডলারের তুলনায় টাকার দাম পাঁচ পয়সা বেড়েছে। ফলে মঙ্গলবার যেখানে ডলার পিছু ৭৮ টাকা ৪ পয়সা ছিল টাকার দাম, বুধবার তা কিছুটা কমে হয়েছে ৭৭ টাকা ৯৯ পয়সা।

Advertisement

বুধবার টাকার বিনিময় মূল্যের নির্ধারক বাজার ইন্টারব্যাঙ্ক ফোরেক্স মার্কেট খোলার পর ওই দামই ছিল টাকার। অন্য দিকে, শেয়ার বাজার কিছুটা ধ্বস্ত ছিল শুরুতে। আগের দিনের থেকে ৫৯.০২ পয়েন্ট সূচক পড়ে যায় সেনসেক্সের। নিফটি ৫০-ও ২১.৫০পয়েন্ট কম ছিল বাজার খোলার শুরুতে।

গত কয়েক দিন ধরে টাকার দামও নীচে নেমেছে। বাজার বিশেষজ্ঞরা টাকার দামের পতনের কারণ হিসেবে অশোধিত তেলের দাম বেড়ে যাওয়া, বিদেশি মুদ্রা ক্রমাগত দেশের বাইরে চলে যাওয়া এবং দেশের বাজারের শ্লথতাকে দায়ী করেছেন।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement