ব্যাঙ্কে আশঙ্কা নোট-ঘাটতির

ব্যাঙ্কগুলির হাতে নোট জোগানের অভাব নেই বলে রিজার্ভ ব্যাঙ্ক দাবি করলেও তা মানতে নারাজ ব্যাঙ্ক ইউনিয়নগুলি। তাদের ধারণা, আগামী সপ্তাহ থেকেই বেতনের টাকা তোলার জন্য ব্যাঙ্কে সাধারণ মানুষের ভিড় বাড়বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ০২:৫৮
Share:

ব্যাঙ্কগুলির হাতে নোট জোগানের অভাব নেই বলে রিজার্ভ ব্যাঙ্ক দাবি করলেও তা মানতে নারাজ ব্যাঙ্ক ইউনিয়নগুলি। তাদের ধারণা, আগামী সপ্তাহ থেকেই বেতনের টাকা তোলার জন্য ব্যাঙ্কে সাধারণ মানুষের ভিড় বাড়বে। কর্মীদের অভিযোগ, যথেষ্ট টাকা না-থাকলে কর্মীদের উপর হামলা হতে পারে। বৃহস্পতিবার ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া-র সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস বলেন, বিষয়টি তাঁরা রাজ্য প্রশাসনের কাছে জানিয়েছেন। কিন্তু কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা তারা কতটা করতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে তাঁর। প্রদীপবাবু বলেন, ‘‘ব্যাঙ্ককর্মীরা ছুটির দিনেও পরিষেবা দিয়েছেন। গ্রাহকদের কাছে আর্জি, তাঁরা যেন নোট কম থাকলে কর্মীদের দায়ী না-করেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement