Gold Prices

রেকর্ড চড়া সোনার দাম

আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার আরও ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোয় বুধবার বাড়ে ডলারের দাম। যা সোনাকেও ঠেলে তুলেছে। প্রতি আউন্স হয় ১৯৬০ ডলার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৩৩
Share:

গত দু’দিনে দেশে সোনা চড়েছে ১৭০০ টাকা। প্রতীকী ছবি।

নজিরবিহীন ভাবে কলকাতার বাজারে ৫৯,৫০০ টাকায় উঠল ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম। জিএসটি ধরলে ৬১,২৮৫ টাকা। এমন রেকর্ড দরে আতান্তরে ক্রেতারা। ব্যবসায়ীদের আক্ষেপ, অস্থিরতার জেরে বিশ্ব বাজারে বর্ধিত দামের প্রভাব বহু দিন ধরেই পড়ছে দেশে। তা সত্ত্বেও এতে আমদানি শুল্ক (১৫%) কমানোর আবেদনে সাড়া দেয়নি কেন্দ্র।

Advertisement

গত দু’দিনে দেশে সোনা চড়েছে ১৭০০ টাকা। সূত্রের দাবি, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার আরও ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোয় বুধবার বাড়ে ডলারের দাম। যা সোনাকেও ঠেলে তুলেছে। প্রতি আউন্স হয় ১৯৬০ ডলার। বৃহস্পতিবার ব্যাঙ্ক অব ইংল্যান্ড ৫০ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে। ফলে সোনা নিয়েও আশঙ্কা বাড়ছে।

দু’দিনে কলকাতায় রুপোর বাট কিলোগ্রামে ৩১০০ টাকা বেড়ে হয়েছে ৭১,৩০০ টাকা। ব্যবসায়ীদের দাবি, বাজেটে রুপোর আমদানি শুল্ক বেড়ে ২৫% হওয়ায় এর গয়না, বাসন-সহ নানা পণ্যের দাম বাড়বে। তবে সোনার গয়না আমদানিতে শুল্ক বেড়ে ২৫% হলেও, তার কোনও প্রভাব পড়বে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement