Cooking Gas Price

সুরাহা নেই রান্নার গ্যাসে

নতুন মাসেও কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের জন্য গৃহস্থকে ৮২৯ টাকা গুনতে হবে। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮.৫০ টাকা বেড়ে ১৭৬৪.৫০ টাকায় পৌঁছেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ০৯:১০
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

রান্নার গ্যাসের দামে অগস্টেও সুরাহা হল না মধ্যবিত্তের। নতুন মাসেও কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের জন্য গৃহস্থকে ৮২৯ টাকা গুনতে হবে। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮.৫০ টাকা বেড়ে ১৭৬৪.৫০ টাকায় পৌঁছেছে। গত এপ্রিল, জুন এবং জুলাইয়ে শহরে ১৯ কেজির সিলিন্ডার যথাক্রমে ৩২ টাকা, ৭২ টাকা এবং ৩১ টাকা কমেছিল। তবে গৃহস্থের ব্যবহার্য সিলিন্ডারের দাম শেষ বার কমেছিল তারও আগে, গত ৮ মার্চ। লোকসভা নির্বাচন ঘোষণার আগে পণ্যটির দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমানো হয়েছিল। ইতিমধ্যে আনাজ-সহ খাদ্যপণ্যের দাম চড়ে দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ফের ৫% পার করেছে। এই অবস্থায় রান্নার গ্যাসের দাম কিছুটা কমিয়ে তেল সংস্থাগুলি সুরাহা দেবে বলে আশা করেছিলেন সাধারণ মানুষ। কিন্তু তা হল না।

Advertisement

সংশ্লিষ্ট মহলের একংশ অবশ্য বলছে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির মুনাফা বিপুল কমেছে। বর্তমান পরিস্থিতিতে সুরাহা দেওয়ার বিশেষ দায়ও নেই তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement