ফাইল চিত্র।
সাধারণ বিমা সংস্থাগুলি এখন থেকে গ্রাহকদের চিকিৎসা পরিষেবার জন্য নিজেদের পছন্দমতো হাসপাতালের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। এর আগে ইনশিয়োরেন্স ইনফরমেশন ব্যুরোর আওতায় থাকা রেজিস্ট্রিতে (রোহিনি) নথিবদ্ধ হাসপাতালগুলির সঙ্গেই চুক্তিবদ্ধ হতে পারত তারা। বুধবার বিমা নিয়ন্ত্রক আইআরডিএ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর জন্য স্বাস্থ্য বিমার মান বাজায় রাখা সংক্রান্ত নির্দেশিকা সংশোধন করেছে তারা। বিমা বিশেষজ্ঞেরা মনে করছেন, নতুন ব্যবস্থায় বিনা নগদে (ক্যাশলেস) চিকিৎসা পাওয়ার পরিকাঠামো আরও সম্প্রসারিত হবে।
আজ সাধারণ বিমা সংস্থা ও তৃতীয় পক্ষ পরিচালকের (থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর) কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে আইআরডিএ বলেছে, ‘‘সারা দেশে বিমার মাধ্যমে ক্যাশলেস চিকিৎসা পরিকাঠামো ছড়াতে যাতে নির্দিষ্ট গণ্ডির বাইরে গিয়ে পছন্দের হাসপাতালের সঙ্গে সংস্থাগুলি চুক্তি করতে পারে, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা।’’ তবে তারা জানিয়েছে, নার্সিংহোম বা হাসপাতালের সঙ্গে চুক্তি করতে বিমা সংস্থাগুলিকে পর্ষদে আগাম সিদ্ধান্ত নিতে হবে।
আগে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য হাসপাতালকে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালসের নির্ধারিত মান অর্জন করতে হত। নতুন ব্যবস্থায় কোনও হাসপাতালকে ক্যাশলেস পরিষেবার তালিকাভুক্ত করতে হলে সেখানে ডাক্তার এবং চিকিৎসা পরিষেবার ন্যূনতম ব্যবস্থা আছে কি না, তা দেখতে হবে সাধারণ বিমা সংস্থাগুলিকে।