Export

রফতানিতে চাহিদার ধাক্কা, ভরসা রাশিয়া

ভারত থেকে ২৫টি দেশে এঞ্জিনিয়ারিং পণ্যের রফতানি বেশি হয়। এর মধ্যে গত এপ্রিলে ১৫টি দেশে রফতানি বেড়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০২৩ ০৬:২৭
Share:

গত এপ্রিলে রাশিয়ায় ভারতীয় ওই পণ্যের রফতানি আগের বছরের এপ্রিলের তুলনায় ১১ গুণ বেড়েছে। প্রতীকী ছবি।

আমেরিকা এবং ইউরোপে চাহিদা মাথা নামানোর জেরে ভারতের রফতানি ক্রমাগত কমছে। যা উদ্বেগ বাড়াচ্ছে রফতানি শিল্প মহলে। বাদ নেই এঞ্জিনিয়ারিং পণ্য ক্ষেত্রেও। কিন্তু সংশ্লিষ্ট মহলের খবর, আমেরিকা এবং চিনের মতো দেশে যখন ভারতীয় এঞ্জিনিয়ারিং পণ্যের রফতানি কমেছে, তখন রাশিয়ায় তা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চলতি অর্থবর্ষের (২০২৩-২৪) প্রথম মাসে, অর্থাৎ গত এপ্রিলে রাশিয়ায় ভারতীয় ওই পণ্যের রফতানি আগের বছরের এপ্রিলের তুলনায় ১১ গুণ বেড়েছে। পৌঁছেছে ১৩.৩৬ কোটি ডলারে। যেখানে আমেরিকায় রফতানি কমেছে ২৪.৯%। চিনে ১৫.৫%। গত অর্থবর্ষেও এঞ্জিনিয়ারিং পণ্যের রফতানি সার্বিক ভাবে কমেছিল। গত মাসেও তা ৯৬৮ কোটি ডলার থেকে কমে হয়েছে ৮৯৯ কোটি ডলার।

Advertisement

ভারত থেকে ২৫টি দেশে এঞ্জিনিয়ারিং পণ্যের রফতানি বেশি হয়। এর মধ্যে গত এপ্রিলে ১৫টি দেশে রফতানি বেড়েছে। তামা এবং তামাজাত পণ্য, শিল্পে ব্যবহৃত বয়লার, পাম্প, ভালভ, গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জামের মতো পণ্যের রফতানি বেড়েছে বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement