প্রতীকী ছবি।
করোনাকালে টেলিকম পরিষেবার উপর নির্ভরতা বাড়লেও এই শিল্পের একাংশের দাবি, বিপুল করের বোঝা এবং অন্যান্য সরকারি পাওনা মেটানোর জেরে দেশে চরম আর্থিক সঙ্কটে এই ব্যবসা। ভোডাফোন আইডিয়ার (ভিআই) ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করে কুমার মঙ্গলম বিড়লার চেয়ারম্যান পদ ছাড়া সেই চর্চায় ইন্ধন জুগিয়েছে। এই পরিস্থিতিতে এই শিল্পের সংগঠন সিওএআই সমস্যার কথা জানিয়ে কেন্দ্রীয় টেলিকম সচিব অংশু প্রকাশকে চিঠি দিয়েছে। দাবি করেছে, আয়ের ৩২ শতাংশই কর দিতে হয় সংস্থাকে। মেটাতে হয় নানা সরকারি ফি। ফলে পুঁজির অভাবে লগ্নি করতে পারছে না তারা। কর ও ফি কমানোর পাশাপাশি স্পেকট্রামের টাকা মেটানোর দায় ৭-১০ বছর স্থগিত রাখা, ২০ বছরের বদলে ৪০ বছর পর্যন্ত স্পেকট্রাম ধরে রাখার সুবিধা, ন্যূনতম মাসুল কাঠামো স্থির করারও আর্জি জানিয়েছে তারা।
এ দিকে এপ্রিল-জুনের লাইসেন্স ফি-র পুরোটাই সরকারকে মিটিয়েছে ভিআই। বাজারে জল্পনা ছড়িয়েছিল, ওই ফি দেওয়ার ক্ষেত্রে ১৫০ কোটি টাকা ঘাটতির মুখে পড়েছে সংস্থাটি।