—প্রতীকী চিত্র।
যত দিন যাচ্ছে, দৈনন্দিন জীবনে বাড়ছে ডিজিটাল প্রযুক্তির চাহিদা। কাজের প্রয়োজনে কিংবা বিনোদনের স্বাদ পেতে ইন্টারনেট হয়ে উঠেছে অপরিহার্য। আর সেই বাজার ধরতে মুখিয়ে রয়েছে টেলিকম পরিষেবা সংস্থাগুলি। এ বার তাদের টক্কর ৫জির বাজারে। মূলত সেই জায়গায়, যেখানে দ্রুত গতির নেট পরিষেবা দেওয়ার জন্য অপটিক্যাল ফাইবার কেব্ল (ওএফসি) পৌঁছয় না অথবা পৌঁছনো যথেষ্ট কঠিন। অথচ সেখানকার গ্রাহককেও মোবাইলের চেয়ে বেশি গতির নেট পরিষেবা দেওয়া হয়। সম্প্রতি ভারতী এয়ারটেল বিশেষ প্রযুক্তি নির্ভর (ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস বা এফডব্লিউএ) পরিষেবা চালু করেছে। মঙ্গলবার চালু করল রিলায়্যান্স জিয়ো।
সস্তার ৪জি পরিষেবা এনে বাজারে আলোড়ন ফেলেছিল জিয়ো। শুরু হয়েছিল মাসুল কমিয়ে গ্রাহক টানার যুদ্ধ। সূত্রের খবর, অতটা নয়, তবে এ ক্ষেত্রেও ফের সর্বনিম্ন মাসুল কিছুটা কম রেখেছে জিয়ো। যদিও সংশ্লিষ্ট মহল বলছে, শুধু সেই দিক থেকে সবটা বিচার করে এখনই কে কতটা এগিয়ে বলা যায় না। কারণ দুই সংস্থা শর্ত সাপেক্ষে নানা রকম সুবিধা দেবে বলে জানিয়েছে। তাই মাসুল প্রতিযোগিতা কতটা জোরালো হবে, তা বিভিন্ন শর্তের কার্যকারিতার উপর নির্ভর করবে। আপাতত দুই সংস্থারই সংযোগের ক্ষেত্রে গ্রাহককে প্রথমে একসঙ্গে ছ’মাসের টাকা দিতে হবে।
দিল্লি ও মুম্বইয়ে অগস্টের গোড়ায় এফডব্লিউএ প্রযুক্তির পরিষেবা ‘এক্সট্রিম এয়ারফাইবার’ (মোবাইলের মতো বাতাসের তরঙ্গ দিয়ে যায় বলে এয়ার ফাইবার) বাজারে এনেছিল এয়ারটেল। কলকাতাতেও শীঘ্রই তা চালু হওয়ার বার্তা দিয়েছে তারা।