Tata Group

টাটাদের জোর হোটেলে

শনিবার রাজারহাটে অম্বুজা গোষ্ঠীর হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে টাটা গোষ্ঠীর ইন্ডিয়ান হোটেলস (আইএইচসিএল) এমডি-সিইও পুনীত চাটওয়াল জানালেন, আগামী দু’বছরে দেশে হোটেল ব্যবসা বাড়াবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ০৭:৪২
Share:

—প্রতীকী চিত্র।

আগামী দু’বছরে দেশে হোটেল ব্যবসা বাড়াবে টাটা গোষ্ঠীর ইন্ডিয়ান হোটেলস (আইএইচসিএল)। শনিবার রাজারহাটে অম্বুজা গোষ্ঠীর হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে এ কথা জানিয়েছে সংস্থার এমডি-সিইও পুনীত চাটওয়াল।

Advertisement

অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর দাবি, রাজারহাটে ৭৫টি ঘরের হোটেলটি গড়তে ১৬০ কোটি টাকা লগ্নি করেছে তারা। তাজ হোটেলের ব্র্যান্ডে সেটি পরিচালনা করবে আইএইচসিএল। এই নিয়ে কলকাতায় তিনটি তাজ হোটেল চালু করল আইএইচসিএল। অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর সঙ্গে এ জন্য জোট বেঁধে এগোচ্ছে টাটা গোষ্ঠীর সংস্থাটি। অম্বুজা নেওটিয়ার চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া জানান, তাঁদের উভয় পক্ষের মধ্যে গাঁটছড়া আরও জোরদার হচ্ছে।

অন্য দিকে পুনীত জানিয়েছেন, আগামী ২০২৫-২৬ সালের মধ্যে আরও নতুন ৪৫টি হোটেল চালু করতে চান তাঁরা। এখন তাদের মোট হোটেলের সংখ্যা ২৮০। দু’বছর পরে হবে ৩২৫। প্রসঙ্গত, আইএইচসিএলের কিছু হোটেল যেমন নিজস্ব, তেমনই কিছু হোটেল তারা শুধু পরিচালনা করে। দু’বছর পরে তাঁদের মোট সম্পত্তির অর্ধেক নিজস্ব এবং বাকি অর্ধেক পরিচালনাধীন থাকবে বলে দাবি পুনীতের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement