ফাইল চিত্র
টাটা সন্সে নিজেদের হাতে থাকা অংশীদারি টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারের সঙ্গে বিনিময় (সোয়াপ) করার প্রস্তাব দিয়েছিল শাপুরজি পালোনজি গোষ্ঠী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে টাটারা তা পত্রপাঠ খারিজ তো করলই। সেই সঙ্গে তাদের আইনজীবীর অভিযোগ, এমন কথা সম্পূর্ণ ‘অর্থহীন’।
টাটা সন্সের ১৮.৩৭% অংশীদারি শাপুরজি পালোনজি (এসপি) গোষ্ঠীর হাতে। এসপি-র প্রোমোটার সাইরাস মিস্ত্রির পরিবার। যে সাইরাসকে এগ্জ়িকিউটিভ চেয়ারম্যান পদ থেকে বিতাড়িত করেছিল টাটারা। সম্প্রতি তাদের সঙ্গে সম্পর্ক ভাঙার প্রস্তাব দিয়ে মিস্ত্রি পরিবারের দাবি, টাটায় তাদের অংশীদারির বাজারমূল্য ১.৭৫ লক্ষ কোটি টাকা। ওই শেয়ারই গোষ্ঠীর বিভিন্ন নথিভুক্ত সংস্থার শেয়ারের সঙ্গে বিনিময়ের প্রস্তাব দিয়েছে তারা।
মূলত টাটা সন্সের চেয়ারম্যান পদে সাইরাসকে ফেরানো এবং শাপুরজিদের হাতে থাকা টাটা গোষ্ঠীর শেয়ার বন্ধক রাখা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। টাটাদের আইনজীবীর দাবি, এটা মেনে নিলে গোষ্ঠীর অন্যান্য সংস্থাতেও ফের এসপি গোষ্ঠী সংখ্যালঘু অংশীদার হয়ে বসে থাকবে। তাই প্রস্তাবটির সারবত্তাই নেই। এর আগে টাটারা দাবি করেছে, শাপুরজিদের শেয়ারের বাজারমূল্য ৭০,০০০-৮০,০০০ কোটি।