Suzuki Gixxer 250

নতুন মডেলে মন কাড়বে সুজুকি জিক্সার

সুজুকি জিক্সার গাড়ির বাজারে ভালই সাড়া ফেলেছিল। সেই কথা মাথায় রেখেই সুজুকি আনতে চলেছে জিক্সারের নতুন মডেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ১০:৫৮
Share:

বাইকপ্রেমীদের মন কাড়বে এই বাইক। ছবি: শাটারস্টক।

ভারতের দু’চাকার বাজারে নতুন বাইক আনল সুজুকি। সুজুকি জিক্সার বাইকের বাজারে ভালই সাড়া ফেলেছিল। সেই কথা মাথায় রেখেই সুজুকি আনতে চলেছে জিক্সারের নতুন মডেল। সুজুকি জিক্সার ২৫০ মডেলটির দাম এক লক্ষ ৫৯ হাজার ৮০০ টাকা।

Advertisement

এই বাইকে রয়েছে ২৪৯ সিসির ফোর স্ট্রোক সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন যা যথেষ্ট শক্তিশালী টর্ক উৎপন্ন করে। এই বাইকটিতে থাকছে অ্যান্টি ব্রেকিং সিস্টেম যা চালককে ব্রেকের কষার ক্ষেত্রে বাড়তি সুবিধা দেয়। এছাড়াও এই বা্ইকে থাকছে নানা অত্যাধুনিক ফিচার্স।

সুজুকি ইন্ডিয়ার আধিকারিক কইচিরো হিরাও বলেন, ‘গত পাঁচ বছরে জিক্সার একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। আমরা তাই এই নতুন মডেলে আরও অনেক ফিচার্স এনেছি আর তার সঙ্গেই দামের দিকেও খেয়াল রাখা হয়েছে।”

Advertisement

আরও পড়ুন: ভারতের বাজারে এল ডুকাটির দু’টি নতুন মডেল, দাম...

জনপ্রিয় জিক্সার বাইকপ্রেমীদের মনে আগেই ঝড় তুলেছিল। এবারে এই নতুন মডেলও নজর কাড়বে বলে মত এই বাইক প্রস্ততকারক সংস্থার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement