টেলিকমের আবেদন শুনবে শীর্ষ আদালত 

এ দিন শীর্ষ আদালতকে টেলি সংস্থাগুলির আইনজীবী সি এ সুন্দরম জানান, তাঁরা বকেয়া মেটানোর বিরুদ্ধে নন। শুধু সময়সীমা বাড়াতে চাইছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ০৫:২৫
Share:

ফাইল চিত্র।

বকেয়া লাইসেন্স ফি এবং স্পেকট্রাম ব্যবহারের চার্জ মেটানোর জন্য বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল তিন টেলি সংস্থা— ভোডাফোন আইডিয়া, এয়ারটেল ও টাটা টেলিসার্ভিসেস। মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, আগামী সপ্তাহে তা শোনা হবে। তবে ২৩ জানুয়ারির মধ্যে বকেয়া মেটানোর সময়সীমা প্রসঙ্গে তারা কিছু জানায়নি। সংস্থাগুলির আইনজীবীদের দাবি, শুনানি না-হওয়া পর্যন্ত কোনও সংস্থা টাকা দেবে না। সংশ্লিষ্ট মহলের মতে, আপাতত পরিষেবা বন্ধের আশঙ্কা কার্যত নেই।

Advertisement

এ দিন শীর্ষ আদালতকে টেলি সংস্থাগুলির আইনজীবী সি এ সুন্দরম জানান, তাঁরা বকেয়া মেটানোর বিরুদ্ধে নন। শুধু সময়সীমা বাড়াতে চাইছেন। আদালত জানায়, এর আগে যে বেঞ্চে বিষয়টির শুনানি হয়েছিল, সেখানেই আগামী সপ্তাহে নতুন আর্জির শুনানি নথিভুক্ত হবে। উল্লেখ্য, সব সংস্থাকে কেন্দ্রের বকেয়া মেটাতে অক্টোবরে তিন মাস সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে সংস্থাগুলি নির্দেশের একাংশ পুনর্বিবেচনার আর্জি জানালেও তা খারিজ করে আদালত।

এ দিকে, ভারতী এয়ারটেলে বিদেশি লগ্নির সীমা ৪৯% থেকে বাড়িয়ে ১০০% করতে সায় দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, ধার কমাতে তাদের বিদেশি লগ্নি লাগতে পারে। অন্য দিকে, সংস্থার আর্জির ভিত্তিতে ভোডাফোন এমপেসার ব্যবসার অনুমোদন বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক। কারও টাকা পাওনা থাকলে তিন বছরের মধ্যে সংস্থার কাছে আর্জি জানানো যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement