খনি শিল্পে জার্মানির সাহায্য চায় রাজ্য

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এসেছিল জার্মান শিল্প মহলের এক প্রতিনিধিদল। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জার্মানি সফরে নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া প্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের একটি মউ সই হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ০১:৪৬
Share:

প্রতীকী ছবি।

খনির উৎপাদনশীলতা ও নিরাপত্তা বাড়াতে জার্মানির সাহায্য চায় রাজ্য। সম্প্রতি বেঙ্গল চেম্বারে এ কথা জানান জার্মান শিল্পের সংগঠন ভিডিএমএ ইন্ডিয়ার এমডি রাজেশ নাথ।

Advertisement

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এসেছিল জার্মান শিল্প মহলের এক প্রতিনিধিদল। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জার্মানি সফরে নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া প্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের একটি মউ সই হয়। রাজেশ জানান, সেই প্রেক্ষিতেই রাজ্যের খনি শিল্পে জার্মান প্রযুক্তির সম্ভাব্য ব্যবহারের সুযোগ খতিয়ে দেখতে কলকাতায় আসে সে দেশের
১০টি সংস্থার ১২ সদস্যের প্রতিনিধি-দল। বেঙ্গল চেম্বারের কর্তারা ডেউচা পাচামি-সহ রাজ্যের খনি শিল্পের সার্বিক তথ্য তাদের কাছে তুলে ধরেন।

রাজেশ জানান, রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম, কোল ইন্ডিয়ার মতো সংস্থার সঙ্গেও আলোচনা হয়েছে দলটির। রাজ্যের তরফে জার্মান সংস্থাগুলির কাছে খনি নিরাপত্তা ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সহায়তা চাওয়া হয়। এ রাজ্যে এই শিল্পে জার্মান সংস্থাগুলি যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement