ছবি: সংগৃহীত
কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পে সামিল না-হওয়ার কথা আগেই জানিয়েছে রাজ্য। এ বার আর এক ধাপ এগিয়ে তারা জানাল ‘গ্রিন সিটি’ তৈরির কথা। এই খাতে ৪০০ কোটি টাকার তহবিল গড়েছে রাজ্য।
মঙ্গলবার বণিকসভা সিআইআইয়ের ‘গ্রিন বিল্ডিং’ সংক্রান্ত একটি অনুষ্ঠানে এ কথা জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‘রাজ্যের সব পুর প্রধানকে এই তহবিলের কথা জানানো হয়েছে। প্রতিটি পুরসভার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’’ একই সঙ্গে তিনি জানান, যে-কোনও অঞ্চলে জলাশয় রক্ষার উপরে জোর দিচ্ছে রাজ্য। জলাশয় বুজিয়ে বাড়ি তৈরি করলে তা শাস্তিযোগ্য অপরাধ। গ্রিন সিটি তৈরির প্রাথমিক ধাপ হিসেবে এই বিষয়টির উপরে জোর দেওয়া হচ্ছে বলে তাঁর দাবি।
গ্রিন সিটি তৈরি করার ক্ষেত্রে পুরসভাই প্রধান ভূমিকা নেবে বলে জানান মন্ত্রী। তবে সেই প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন বেসরকারি সংস্থাও নিজেদের বাণিজ্যিক পরিকল্পনা তৈরি করতে পারে। হাকিমের দাবি, ইতিমধ্যেই পুরসভাগুলিকে প্রকল্প জমা দিতে বলা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নির্মাণ সংস্থাগুলির সংগঠন ক্রেডাই-এর অন্যতম কর্তা সুশীল মোহতা।