Spice Jet

বকেয়া পিএফ, সঙ্কটে স্পাইস

কম খরচের এই উড়ান পরিষেবা সংস্থাটিকে দেউলিয়া ঘোষণা করার জন্য এনসিএলটিতে আবেদন করেছিল একাধিক বিমান ইজারাদার সংস্থা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ০৮:১৪
Share:

—প্রতীকী ছবি।

বেশ কিছু দিন ধরেই আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে ভারতের উড়ান সংস্থা স্পাইসজেট। এ বার তারা আরও বেশি সমস্যার জালে জড়াতে চলেছে বলে খবর সূত্রের। কারণ প্রকাশ্যে এসেছে, গত আড়াই বছর ধরে কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেয়নি স্পাইস। তথ্য জানার অধিকার আইন (আরটিআই) মোতাবেক এক প্রশ্নের উত্তরের সূত্রে বিষয়টি জানা গিয়েছে।

Advertisement

কম খরচের এই উড়ান পরিষেবা সংস্থাটিকে দেউলিয়া ঘোষণা করার জন্য এনসিএলটিতে আবেদন করেছিল একাধিক বিমান ইজারাদার সংস্থা। তার ভিত্তিতে বিজ্ঞপ্তিও পাঠিয়েছে এনসিএলটি। তার উপর আরও কিছু আইনি জটিলতায় জড়িয়েছে তারা। এই অবস্থায় আরটিআইয়ে করা এক প্রশ্নের উত্তরে কর্মী প্রভিডেন্ট ফান্ড সংস্থা (ইপিএফও) জনিয়েছে, ২০২২ সালের জানুয়ারিতে স্পাইসজেট শেষ বার তাদের ১১,৫৮১ জন কর্মীর টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা দিয়েছিল। তার পর থেকে আর পিএফ খাতে সংস্থার তরফে কোনও তহবিল জমা পড়েনি।

জবাবে পিএফ দফতর জানিয়েছে, পিএফের টাকা বকেয়া ফেলার জন্য স্পাইসজেট কর্তৃপক্ষকে তারা বার বার নোটিস পাঠিয়েছে। জারি করেছে সমনও। কিন্তু এখনও পর্যন্ত তারা সে সবে কোনও সাড়া দেয়নি। সংশ্লিষ্ট মহলের দাবি, এর থেকে স্পষ্ট স্পাইসের আর্থিক দেউলিয়া অবস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement